বাংলাহান্ট ডেস্ক : বীরভূম (Birbhum) মানেই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অন্তত কিছু সময় আগে পর্যন্ত এটাই ছিল দস্তুর। একদা ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল বর্তমানে রয়েছেন কারাবাসে। দুর্নীতি মামলায় তিহাড় জেলে কন্যা সুকন্যা মন্ডলের সাথেই সহকারাবাসে রয়েছেন অনুব্রত। একটা সময় দিনভর ভিড় লেগে থাকত অনুব্রত মণ্ডলের বীরভূমের বাড়ির বাইরে। তবে সেসব এখন অতীত।
রাজাও নেই, আর সেই রাজপাটও নেই। শূন্যতা হাহাকার করছে কেষ্ট মন্ডলের বাড়ি। তবে নির্বাচনের আবহে ফের একবার চর্চায় কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূল নেতা-মন্ত্রীদের কথায় বারবার উঠে আসছে অনুব্রত মন্ডলের নাম। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘দেখবেন নির্বাচন ফুরিয়ে গেলেই অনুব্রত ছাড় পেয়ে যাবে। ওকে বিজেপি করতে প্রেশার দেওয়া হয়েছে।’
আরোও পড়ুন : খরচ হবে না ২০০ টাকাও! হয়ে যাবে সিকিম সফর! অবিশ্বাস্য মনে হলেও একদম সত্যি
মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরেও অনুব্রত মণ্ডলের নাম করেছেন। যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে এই কথা বলছেন, সেই সময় অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে দেখা গেল হনুমানের ছবি-আঁকা পতাকা! সেই পতাকার নিচে আবার লেখা, ‘জয় শ্রীরাম’! এই পতাকা দেখে স্বাভাবিকভাবেই সবাই প্রশ্ন তুলেছেন, অনুব্রতর বাড়িতে যখন কেউ নেই, তখন কে ছাদে এই পতাকা লাগাল?
আরোও পড়ুন : অবশেষে কাজ শেষ দমদম ৫ নম্বর প্ল্যাটফর্মের! এবার কি তবে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা?
অনুব্রতর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানিয়েছেন এই বিষয়ে তারা কিছু জানেন না।সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ এই বিষয়ে বলতে গিয়ে বলেছেন, সবাই বুঝতে পারছেন বিজেপির সাথে যোগাযোগ রাখলেই ছাড় পাওয়া যায়। তাই যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও।
তাই বিজেপির সাথে যোগাযোগ রেখে অনুব্রত মণ্ডল যদি জেল থেকে বেরিয়ে আসেন তাতে অবাক হওয়ার কিছু হবেনা। কংগ্রেস নেতা জয়দেব মুখোপাধ্যায় বলছেন, অধীর চৌধুরী আগেই বলে গিয়েছিলেন জেলের বাইরে বেরোতে হলে অনুব্রত মণ্ডলকে বিজেপির পতাকা হাতে বের হতে হবে। তাই সেই রকম কিছু ঘটলে অবাক হওয়ার ব্যাপার নেই।
তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খান জানাচ্ছেন, ধর্মপরায়ণ মানুষ অনুব্রত মণ্ডল। তাই তার বাড়িতে ‘জয় শ্রীরামে’র পতাকা উড়লে তাতে অবাক হওয়ার কিছু নেই। রাম তো আর কারোর একার নয়।তবে এই ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক আলোচনা তুঙ্গে। সংশ্লিষ্ট মহলের একাংশের মত, নির্বাচনের পরে অনুব্রত মণ্ডল সত্যিই ছাড়া পেলে তার সাথে বাড়ির ছাদে এই পতাকা ওড়ার সম্পর্ক রয়েছে।