ব্যবহার করেন না বাবার দেওয়া নাম-পদবী কোনটাই! কিন্তু কেন? এবার সেই উত্তর দিলেন জিৎ নিজেই

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিৎ এক ইতিহাসের নাম। ছোট থেকে বড়, এই সুপারস্টারের ফ্যান সবাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে কাজ করলেও জিৎ কিন্তু বাঙালি নন। অনেক সময় দেখা যায় অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের আসল নাম পরিবর্তন করেন। তার পিছনে থাকে একাধিক কারণ।

তবে বাংলা ছবির সুপারস্টার জিৎ একদিকে যেমন নাম পরিবর্তন করেছেন, অন্যদিকে ব্যবহার করেন না পদবী। কেন পিতৃদত্ত নাম-পদবী ব্যবহার থেকে বিরত থাকেন বাংলার এই সুপারস্টার? অভিনেতা জিতের পদবী  ‘মদনানী’। এই অভিনেতার আসল নাম জিতেন্দ্র।  তবে অভিনেতা হিসেবে কখনোই জিৎ পদবী ব্যবহার করেন না। তাছাড়াও জিৎ ব্যবহার করেন না তার আসল নাম। কিন্তু কেন?

আরোও পড়ুন : ফের নক্ষত্র পতন! না ফেরার দেশে চলে গেলেন উত্তম কুমারের বোন স্বর্ণযুগের শিল্পী অসীমা মুখোপাধ্যায়

কেন এই সুপারস্টার পদবী ব্যবহার করেন না সেই বিষয়ে তিনি সম্প্রতি জানিয়েছেন,  ‘আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম শুধুই জিৎ। স্কুলের খাতায় আমার নাম অবশ্য ছিল জিতেন্দ্র মদনানি। বাড়িতে সকলেই জিতু জিতু বলে ডাকত। তবে যখন সিনেমা করতে আসি তখন আমার নাম হয়ে যায় জিৎ। আসলে জিৎ মানে জয় করা। আমি মানুষের মন জয় করতে চেয়েছিলাম।’

আরোও পড়ুন : এবার ভুটান দখলের পথে চিন! বিতর্কিত এলাকায় বাড়ি বানাল ড্রাগনরা, থাকবে ১৮ হাজার পরিবার

সিন্ধি পরিবারে জন্ম অভিনেতা জিতের। স্কুলশিক্ষিকা মোহনা রতলানীকে ২০১১ সালে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে ১২ই ডিসেম্বরে তাদের প্রথম কন্যা সন্তান নবন্যা জন্ম নেয়। সম্প্রতি এই দম্পতির এক পুত্র সন্তান জন্ম নিয়েছে। সব মিলিয়ে এখন সুখে সংসার করছে টলিউডের এই ‘বাদশা।’ সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল, নিউ আলিপুর এবং হাজরার ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন জিৎ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন। পড়াশোনা শেষ করার পর তিনি যোগ দেন পারিবারিক ব্যবসায়। যদিও বরাবর তার উৎসাহ ছিল বিভিন্ন সৃজনশীল কাজকর্মের দিকে। মাঝেমধ্যেই বিভিন্ন ব্যক্তিদের মিমিক্রি করতেন জিৎ। এই প্রতিভা দেখে জিতের এক বন্ধু রাজেশ চৌধুরী জিৎকে চলচ্চিত্র জগতে পদার্পন করার পরামর্শ দেন।

jeet

তারপরই জিৎ শুরু করেন স্ট্রাগল। ১৯৯৮ সালে ‘বিষবৃক্ষ’ সিরিয়ালের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে অভিনয় তার। এরপর বেশকিছু সিরিয়ালের অভিনয় করেন তিনি। ২০০২ সালে ‘সাথী’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। এই ছবির মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উদয় হয় নতুন নক্ষত্রের। নিমিষেই জিতেন্দ্র হয়ে ওঠেন টলিউডের জিৎ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর