‘রাবণ’ সুপারহিট, এবার ‘চেঙ্গিজ’ রূপে হল কাঁপাতে আসছেন সুপারস্টার জিৎ! প্রকাশ‍্যে প্রথম লুক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘রাবণ’ হিট, তারপরেই দর্শকদের সামনে ঘোষনা করেছিলেন জিৎ (Jeet)। ‘চেঙ্গিজ’ (Chengiz) রূপে ফিরবেন খুব শিগগির। কথা রাখলেন টলিউডের সুপারস্টার। প্রকাশ‍্যে আনলেন চেঙ্গিজের প্রথম লুক। আর তাতেই তোলপাড় নেটদুনিয়া।

হাতা গোটানো লাল শার্ট, জিন্সের প‍্যান্ট, চোখে রোদচশমা। আঙুলে সিগারেট ধরে কালো অ্যাম্বাসাডরে ভর দিয়ে দাঁড়িয়ে ‘চেঙ্গিজ’। ক‍্যাপশনে জিৎ লিখেছেন, ‘শুটিং আবার শুরু হচ্ছে।’ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে চেঙ্গিজ রূপী অভিনেতার ছবি।


টলিউডের অন‍্যান‍্য অভিনেতারা যখন ভিন্নধর্মী ছবি তৈরির দিকে ঝুঁকছেন তখন জিৎ বাণিজ‍্যিক ছবিতেই আটকে রয়েছেন। ‘অসুর’ ছবিটি কিছুটা ভিন্ন ধরণের হলেও ফের মূলধারার ছবিতেই ফিরেছেন জিৎ। আর সাফল‍্যও পাচ্ছেন তিনি। টলিউডের দীর্ঘদিনের সদস‍্য জিৎ এখনো সুপারস্টার।

কাঁচাপাকা লম্বা চুল, লাল তীক্ষ্ণ চোখের প্রখর দৃষ্টিতে ভয় ধরিয়েছিল রাবণ। ভাল ব‍্যবসা করেছিল ছবিটা। রাবণ মুক্তির আগেই চেঙ্গিজের শুট শুরু হওয়ার ঘোষনা সেরেছিলেন জিৎ। জিতের প্রযোজনা সংস্থা জিৎজ ফিল্মওয়ার্কসে শুভ মহরৎ হয়েছিল ‘চেঙ্গিজ’এর। উপস্থিত ছিলেন ছবির নায়িকা সুস্মিতা চট্টোপাধ‍্যায়, শতাফ ফিগারও।

সবার মধ‍্যমণি হয়ে ক্ল‍্যাপস্টিক হাতে ছেলের ছবির মহরৎ করেছিলেন জিতের বাবা। সোশ‍্যাল মিডিয়ায় মহরৎ ও পূজার্চনার কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। জানা যাচ্ছে, নয়ের দশকের কিছু ঘটনা নিয়ে তৈরি হতে চলেছে ‘চেঙ্গিজ’। ছবির পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ‍্যায়। প্রযোজনা ও অভিনয়ে জিৎ নিজে।

কিছুদিন আগে পর্যন্তও বড়পর্দার অভিনেতা ছোটপর্দা কাঁপিয়েছিলেন। স্টার জলসার রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিৎ। তারকাদের নিয়ে হওয়া শোটির আলাদা করে নজর কেড়েছিলেন টলিউড অভিনেতা।

X