‘অসুর’ ঘুরছেন কলকাতা মেট্রোয়, দেখা হয়েছে নাকি আপনার সঙ্গে?

বাংলাহান্ট ডেস্ক: লম্বা এলোমেলো চুল, দাঁড়ি, ধূসর পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ। খোদ ‘অসুর’ ঘুরছেন কলকাতা মেট্রোয়। এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সরোবরের যাত্রীদের সঙ্গে তাঁর দেখা হওয়াটাও অসম্ভব নয়। কী ভাবছেন? পাঞ্জাবি পরে, ব্যাগ নিয়ে মেট্রোয় অসুর কীভাবে ঘুরবে? কিন্তু এ একেবারে ষোল আনা সত্যি। জিতের এই ‘অসুর’ লুক দেখে তাঁকে চিনবে কার এমন সাধ্যি?

9809707

হ্যাঁ, আগামী ছবি ‘অসুর’-এর জন্য কিগান মান্ডির রূপে কলকাতা মেট্রোয় দিব্যি ঘুরে বেড়ালেন জিত। এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত ভ্রমণ করলেন তিনি। সবার মতো টিকিটের লাইনে দাঁড়ালেন, মেট্রোয় উঠলেন, সিটে বসলেন। কেউ চিনেও চিনতে পারলেন না। আবার অনেকে একদমই চিনতে পারলেন না। অবশ্য তাদের দোষ কী? কিগানের সঙ্গে জিতের সেই চিরাচরিত গ্ল্যামারাস লুক যদি মেলাতে যান তাহলে ঠকবেন আপনি নিজেই।

https://www.facebook.com/jeet30official/videos/439176846761654/

এই পুরো মেট্রো যাত্রার ভিডিয়ো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি জিত থেকে কিগান হয়ে ওঠার জার্নি অর্থাৎ তাঁর মেকওভারের ভিডিয়োও নেটদুনিয়ায় শেয়ার করেছেন জিত। এটা দেখে বেশ বোঝা যায় এই একটা লুকের পেছনে কতটা পরিশ্রম করেছেন মেকআপ ম্যানেরা ও জিত নিজে। বহুবছর পরে নাকি ফের মেট্রোয় চড়লেন অভিনেতা। আসলে কিগানের রূপে তিনি কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে, কেউ তাঁকে চিনতে পারছেন কিনা সেটা পরীক্ষা করতেই এত কাণ্ড।

কিছুদিন আগেই বেরিয়েছে পাভেল পরিচালিত অসুরের ট্রেলার। জিত ছাড়াও এই ছবিতে রয়েছেন নুসরত জাহান ও আবির চ্যাটার্জি। অদিতির চরিত্রে নুসরত ও বোধির চরিত্রে আবিরের অভিনয় আগেই ট্রেলারে দেখেছেন মানুষ। প্রখ্যাত স্থাপত্যশিল্পী রামকিঙ্কর বেইজকে শ্রদ্ধা জানিয়েই পাভেলের এই ছবি। আগামী বছর ৩ জানুয়ারি মুক্তি পাবে ‘অসুর’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর