নেশার ঠেলায় মন্দিরেই ঘুমিয়ে কাত চোর! পুলিশ আসতেই যা হল… তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Jharkhand thief falls asleep after coming to steal from temple viral video

বাংলা হান্ট ডেস্ক: একি কাণ্ড! মন্দিরে চুরি করতে এসে ঘুমিয়েই পড়ল চোর। সূত্রের খবর কালীমন্দিরে ডাকাতি করতে এসে নিজেকে আর সামলাতে পারেনি মদ্যপ চোর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) নোয়ামুন্ডি এলাকায়। জিনিসপত্র নিয়ে পালাবার আগেই দুচোখ জুড়ে নেমে আসে ঘুম। আর তাতেই ধরা পড়ে চোর বাবাজি। সম্প্রতি এই ঘটনার এক ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে (Viral Video)। ( ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

ঝাড়খণ্ডে নেশার চোটে ঘুমিয়েই পড়ল মাতাল চোর, ভাইরাল ভিডিও (Jharkhand)

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে এক মাতাল গর্ভগৃহে ঢুকে পূজোর বাসনপত্র, গয়না, এমনকি দেবতার মুকুট খুলে পালাবার চেষ্টা করছে‌। তবে চুরি করতে এসে নেশার চোটে সে আর চোখ খুলে রাখতে পারছিল না। ফলত গর্ভ গৃহে ঘুমিয়ে পড়ে চোর বাবাজীবন। সূত্রের খবর, সকালে মন্দির খুলে পুরোহিত হতবাক হয়ে যান। গর্ভগৃহে তখন গভীর ঘুমে আচ্ছন্ন চোর। তার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেবতার বাসনপত্র,অলঙ্কার। আর সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

‘নাদিমরাইট্‌স’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি সমাজ মাধ্যমে বহু মানুষ দেখেছে ইতিমধ্যে। সংবাদ প্রতিবেদন অনুসারে, ১৪ জুলাই রাতে বীর বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করেন ওই তরুণ। মাতাল হয়ে মন্দিরের দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন চোরটি। গর্ভগৃহে ঢুকে পুজোর বাসনপত্র, দেবতার মুকুট, গহনা নিয়ে পালাবার চেষ্টা করেন। কিন্তু চুরি করতে সক্ষম হলেও নেশার জোরে তিনি আর চোখ খুলে রাখতে পারেননি। ভিডিওতে দেখা গিয়েছে রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও ঘুম ভাঙেনি ওই তরুণের। গর্ভগৃহের এক পাশে ঘুমোতে দেখা গিয়েছে তাঁকে। ১৫ জুলাই সকালে মন্দিরের পুরোহিত তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

Jharkhand thief falls asleep after coming to steal from temple viral video

আরও পড়ুন: বারবার মুখস্থ করেও কিছুতেই পড়া মনে থাকছে না? এই ৭ টি উপায় মেনে চললেই বাড়বে স্মৃতিশক্তি

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পাশাপাশি ওই তরুণকে গ্রেফতার করে। এমনকি জিজ্ঞাসাবাদের সময় বীর স্বীকার করেছেন যে, তিনি মন্দিরে চুরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কখন তিনি ঘুমিয়ে পড়েছেন তা নিজেও বুঝতেও পারেননি। এই ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করে। চুরি করতে এসে চোরের ঘুমিয়ে পড়া নিয়ে সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন লিখেছেন, এটি সাধারণ ঘটনা নয়। মন্দিরের দেবীই উচিত শিক্ষা দিয়েছেন।