টাকলা মাল! লাইভে এসে ঋত্বিককে অপমান করলেন ইউটিউবার ঝিলম

বাংলাহান্ট ডেস্ক: ধুন্ধুমার কাণ্ড টলিপাড়ায়। সর্বসমক্ষেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে (Ritwick Chakraborty) গালাগাল দিয়ে বসলেন ইউটিউবার ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কোমর বেঁধে শুধু ঝগড়াই করেননি তিনি, ঋত্বিকের চুল কম থাকা নিয়ে কটাক্ষ পর্যন্ত করেছেন। পালটা জবাব দিয়েছেন অভিনেতাও। সব মিলিয়ে দুজনের ঝগড়াই এখন চর্চায় সোশ্যাল মিডিয়ায়।

নেটপাড়ার জনপ্রিয় নাম ঝিলম গুপ্ত। বাঙালি কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটিতে বেশ পরিচিত মুখ তিনি। মূলত ফেসবুকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা করতে দেখা যায় তাঁকে। তার মধ্যে যেমন দৈনন্দিন বিষয় নিয়ে মজার ভিডিও থাকে, তেমনি থাকে সিনেমা নিয়ে আলোচনাও। ফেসবুকের গণ্ডি পেরিয়ে সম্প্রতি ঝিলম নিজেও অভিনয় জগতে পা রেখেছেন। আর রাখতে না রাখতেই ঋত্বিকের মতো একজন খ্যাতনামা অভিনেতার সঙ্গে পাঙ্গা নিয়ে বসলেন তিনি।

   

Mr Ritwick Chakrabarty at the trailer launch of Borunbabu Bondhu 3 rotated

বচসাটা ঠিক কী নিয়ে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বেশ গম্ভীর ভাবে ঝিলমকে বলতে শোনা যায়, তিনি এটিএমে টাকা তুলতে এসেছিলেন। কিন্তু এখানে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি যার সম্মুখীন অন্য কেউও হতে পারে। সেই কারণেই এই ভিডিও বানানো তাঁর।

যে এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন ঝিলম তার বাইরেই বসেছিলেন ঋত্বিক চক্রবর্তী। ঝিলম অভিযোগ করেন, এটিএমে টাকা তুলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে নিরাপত্তারক্ষীদেরই কর্তব্য সাহায্য করা। কিন্তু ঋত্বিক তাঁকে কোনো রকম সাহায্য তো করেনইনি, উলটে অভদ্র ভাষায় গালাগাল করেছেন!

পালটা জবাব দেন ঋত্বিকও। এরপরেই অভিনেতাকে ‘টাকলা মাল’ বলে বসেন ঝিলম। ব্যস, লেগে যায় উত্তাল ঝগড়া। কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। ফেসবুক লাইভেও অনেকেই ঝিলমকে সমর্থন করতে থাকেন। কেউ কেউ আবার পুলিসে অভিযোগ দায়ের করার পরামর্শও দেন।

jhilam gupta

কিন্তু প্রশ্নটা হল, এটিএমের বাইরে ঋত্বিক করছিলেনটা কী? তাঁকে নিরাপত্তারক্ষী ভাবতে গেলেনই বা কেন ঝিলম? আসলে এখানে একটা বড় টুইস্ট রয়েছে। গোটাটাই সাজানো ঘটনা। ঋত্বিকের আগামী ছবি ‘মায়ারজঞ্জাল’ এর প্রচারেই এমন অভিনব ভিডিও বচসা দুই তারকার।

সবথেকে মজার বিষয় হল, প্রায় টাকমাথা নিরাপত্তারক্ষীর পোশাকে থাকা ঋত্বিককে দেখে অনেকেই চিনতে পারেননি। ঝিলমকেই সমর্থন করেছেন তারা। এমনকি দুজনের বচসা চলাকালীনও এটিএমের সামনে কিছু মানুষ জড়ো হয়ে ঝিলমের হয়ে সুর চড়িয়েছেন। পরে পুরো বিষয়টা বুঝতে পেরে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটনাগরিকদের। অনেকেরই প্রশ্ন, হাসি চেপে রেখে এতক্ষণ ঝগড়া চালালেন কীকরে ঝিলম?

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর