ছোট্ট ‘ঝিলিক’ থেকে ‘হট’ মডেল, তিথিকে দেখলে চমকে যাবেন!

বাংলাহান্ট ডেস্ক: তিথি বসু নামটা বললে হয়তো অনেকে এক বারে চিনবেন না। কারন তাঁর নিজের নাম দিয়ে তাঁকে চেনেন এমন মানুষ খুব কমই আছেন। তিনি বেশি পরিচিত তাঁর অনস্ক্রিন নামে। ‘ঝিলিক’ নামটা বললে চিনতে পারবেন না এমন প্রায় কেউই নেই। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মা’তে ছোট্ট মেয়ে ঝিলিকের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তিথি বাসুকে। দর্শকদের প্রচুর ভালবাসা ও জনপ্রিয়তায় দীর্ঘদিন ধরে চলেছিল ধারাবাহিকটি। এটি বাংলা টেলিজগতের অন্যতম সফল ও দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক।

jpg 1 15

মা ধারাবাহিকের দৌলতেই লাইমলাইটে আসে তিথি। ওই ছোট বয়সে তার তুখোড় অভিনয় মন কেড়েছিল সকলেরই। তারপরেও আরও ধারাবাহিকে অভিনয় করলেও মা-এর মতো দাগ কাটতে সক্ষম হননি। তবে সম্প্রতি ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিথি। এখন টিনএজে প্রবেশ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের দিকেও ঝোঁক হয়েছে তাঁর।

https://www.instagram.com/p/B6yJHEGg9vL/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B50gkBaAsWN/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B5NMwThA7Bi/?utm_source=ig_web_copy_link

সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন তিথি। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে ৩৭ হাজারেরও বেশি ফলোয়ার। প্রায়ই ফটোশুট করেন তিনি। সেইসব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেন। পাশাপাশি নিজের অভিনয়ের কাজে সংক্রান্ত ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/B6Zy7hIgjqY/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6I8lSFAbqg/?utm_source=ig_web_copy_link

বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাশন সম্পর্কে বেশ ধারনাও জন্মেছে তিথির। সেটা তাঁর ছবিগুলো দেখেই স্পষ্ট। এথনিক থেকে ওয়েস্টার্ন সব ধরনের পোশাকেই সমান স্বচ্ছন্দ তিনি। সেইসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই পুরোনো ঝিলিকের সঙ্গে এখনকার তিথির মিলই খুঁজে পাচ্ছেন না তাঁরা। তবে ভবিষ্যতে যে তিথি বেশ বড়মাপের একজন অভিনেত্রী হবেন সেই আভাসও পেয়ে গিয়েছে নেটজনতা। প্রসঙ্গত, এর আগেও বাংলা ছবিতে কাজ করেছেন তিথি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে  ‘বন্ধু’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর