ধরতে পারবেন মাছ, ভোর হলেই শুনবেন পাখির কলতান! কলকাতার কাছের এই লেকেই পাবেন স্বর্গীয় সুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। ইতিমধ্যেই রাত নামার সাথে সাথে অনুভূত হচ্ছে শীত। মুক্তি পাওয়া গেছে প্যাচপ্যাচে গরমের হাত থেকে। এই সময়টাতে আমাদের সবার মন উড়ু উড়ু করে। অনেকেই চান কলকাতার কাছে থেকে  ঘুরে আসতে। আজ আমরা এমন একটি জায়গার নাম  যেখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।

আমরা যে জায়গাটির কথা বলছি সেটি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে অবস্থিত। আজ আমরা আলোচনা করব ঝিরি লেক সম্পর্কে। ঝাড়খণ্ডের বাসিন্দারাও এই জায়গাটিকে খুব একটা চেনেন না। তাই এটিকে অফবিট ডেস্টিনেশন বলা যেতেই পারে। পরিত্যক্ত পাথরের খাদানে জল জমে এই ঝিরি লেক সৃষ্টি হয়েছে।

আরোও পড়ুন : অল্প বয়সেই জীবনে ইতি! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

প্রায় ৫০ ফুট গভীর এই হ্রদ। গরমকালেও ২০-৪০ ফুট জল থাকে এই হ্রদে। বিকেল বেলায় অনেকেই এই জায়গায় ঘুরতে আসেন। বন্ধুবান্ধবদের সাথে বা বান্ধবী-স্ত্রী এর সাথে এই জায়গায় ঘুরতে আসলে অনুভূত হবে শান্তি। পক্ষী প্রেমীদের জন্য এই জায়গাটি আদর্শ। বিভিন্ন ধরনের পাখির কলরবে মুখরিত হয়ে থাকে এখানকার আকাশ।

jhiri+lake+jharkhand

কেউ এই হ্রদের জলে ছিপ ফেলে মাছ ধরেন ঘন্টার পর ঘন্টা ধরে। আবার অনেকে স্নান করতে আসেন হ্রদের জলে। রাঁচি শহরের খুব কাছেই এই জায়গাটি অবস্থিত। রাঁচি থেকে এখানকার দূরত্ব খুব বেশি হলে ২০ কিলোমিটার। শীতের মৌসুমে অনেক পরিযায়ী পাখি এখানে আসে। তাই শীতকালে আপনারা চাইলে এখানে ঘুরতে যেতে পারেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X