কেন সৌরভকে ফিরিয়ে মুম্বাইয়ের সাথে যোগ দিয়েছেন ঝুলন? ফাঁস হলো রহস্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতবছরই একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের জীবন শেষ করেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। লর্ডসে নিজের ফেয়ারওয়েল ম্যাচ খেলেছিলেন চাকদহ এক্সপ্রেস। যদিও তার অবসর পরবর্তী জীবনে তিনি কি করবেন সেটা প্রাথমিকভাবে জানাননি ঝুলন। কিন্তু এবার প্রকাশ্যে এলো তার পরবর্তী পরিকল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অফার ফিরিয়ে তিনি আসন্ন মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (WIPL) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র‍্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন।

জানা গিয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে তাকে দিল্লি ক্যাপিটালস ফ্র‍্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সৌরভের সেই প্রস্তাবে সারা দেননি ঝুলন। সৌরভ গতকাল নিজেই এই ব্যাপারটি পরিষ্কার করে দিয়েছেন। সৌরভ বলেছেন, “ঝুলন মুম্বাইয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে ওকে অফার করা হয়েছিল ঠিকই, কিন্তু ও মুম্বাইয়ের অফারে সাড়া দিয়েছে।”

এবার ঝুলন গোস্বামী প্রকাশ করলেন যে কেন তিনি সৌরভের অফার প্রত্যাখ্যান করে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছেন। কারোর নাম উল্লেখ্য না করলেও তিনি সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে বলেছেন, “এই দলের বোলিং কোচ এবং মেন্টর হতে পেরে আমি দারুণ খুশি। বিশেষ করে শার্লট এডওয়ার্ডস এবং দেবিকার সঙ্গে কাজ করার জন্য আমি খুবই মুখিয়ে ছিলাম এবং আমার বিশেষ আগ্রহ রয়েছে। ভাই দলের জেতার খেতে রয়েছে আমরা সেই ব্যাপারটা নিয়ে এগিয়ে যেতে চাইবো।”

ঘোষিত হলো মহিলা আইপিএলের দিনক্ষণ, ক্রিকেটার অকশন লিস্ট এবং ভেন্যু। বিসিসিআই পরিকল্পিত মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণটি মার্চ মাসের ৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত খেলা হবে৷ গোটা টুর্নামেন্টটি মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং দি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে আয়োজিত হবে। এই টুর্নামেন্টে মোট ২২ টি ম্যাচ খেলা হবে৷

এই মহিলা প্রিমিয়ার লিগের নিলাম আয়োজিত হবে আগামী ১৩ ই ফেব্রুয়ারিতে, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। গোটা বিশ্বের মোট ৪০৯ জন মহিলা ক্রিকেটারকে রেখে এই প্লেয়ার্স তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও এই নিলামের জন্য ১৫২৫ জন ক্রিকেটার নিজেদের নাম পাঠিয়েছিল কিন্তু চূড়ান্ত তালিকায় ৪০৯ জন খেলোয়াড় জায়গা পেয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর