বাংলা হান্ট ডেস্কঃ ১ লা ডিসেম্বর থেকেই নিজেদের সংস্থার রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে আম্বানির সংস্থা Jio। যাতে করে দেখা যাচ্ছে সর্বোচ্চ রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গিয়েছে প্রায় ৪৮০ টাকা। আর এই দুর্মূল্যের বাজারে মাথায় হাত পড়ে গিয়েছে সাধারণ মানুষদের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু নতুন অফার নিয়ে এসেছে Jio। আবার কিছু প্ল্যানের পুরনো শর্তে করা হয়েছে পরিবর্তনও।
দেখে নিন কিছু নতুন প্ল্যান-
জিও ফোন ব্যাবহারকারীদের জন্য ৭৫ টাকার নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। আর পুরনো ৭৫ টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে ৯১ টাকা করা হয়েছে।
নতুন ৭৫ টাকার প্ল্যানে গ্রাহক পাচ্ছেন, মোট 2.5 GB ডেটা, 50 টি SMS, আনলিমিটেড কলিং-র সুবিধার সঙ্গে বিনামূল্যে Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও। বৈধতা থাকছে ২৩ দিন।
আর পূর্বের ৭৫ টাকার প্ল্যান যেটা বর্তমানে ৯১ টাকা হয়ে গিয়েছে, সেখানে পাওয়া যাচ্ছে 3 GB ডেটা, 50 টি SMS, আনলিমিটেড কলিং-র সুবিধার সঙ্গে বিনামূল্যে Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও। বৈধতা থাকছে ২৮ দিন।
এছাড়াও বাকি প্ল্যানগুলোরও মূল্য বেশকিছুটা করে বেড়ে গিয়েছে। যাতে করে বেশকিছুটা চাপে পড়ে গিয়েছে সাধারণ গ্রাহকরা। তবে এই নতুন ৭৫ টাকার প্ল্যান এবং পূর্বের ৭৫ টাকার প্ল্যান যেটি ৯১ টাকা হয়ে গেছে, দুটোতেই প্রায় একই রকম সুবিধা পাবেন গ্রাহক। খুব একটা পার্থক্য নেই দুটো অফারের মধ্যে।