পুজোর আগে jio নিয়ে এল একাধিক ধামাকাদার প্ল্যান, জেনে নিন এই প্ল্যানগুলি সম্পর্কে

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga puja), পাশাপাশি আগামী কাল থেকেই শুরু হচ্ছে আইপিএল (IPL)। এই দুই উৎসবকে মাথায় রেখেই jio একাধিক ধামাকাদার অফার ঘোষনা করেছে। আসুন এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে জেনে নি

reliance jio users 1575698829

৪০১ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন পাওয়া যায় ৩ জিবি করে ডেটা। বৈধতা ২৮ দিন। পাশাপাশি, জিও টু জিও আনলিমিটেড ফ্রি কলিং। জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে ১০০০ মিনিট। প্রতিদিন ১০০ টি করে এসএমএস ফ্রি।

পাশাপাশি, ২৫৯৯ টাকার প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। প্রতিদিন ২ জিবি করে নেট পাওয়ার পাশাপাশি এক বছরের Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পান গ্রাহকরা। রয়েছে ১০ জিবি অতিরিক্ত ডেটাও। অন্যান্য প্রিপেইড প্ল্যানের মত এটিতেও জিও টু জিও আনলিমিটেড ফ্রি কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস ফ্রি এর সুবিধা রয়েছে

jio এর ৫৯৮ টাকার এই প্ল্যানটি ৫৬ দিনের জন্য বৈধ। প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়ার পাশাপাশি পাওয়া যাবে আনলিমিটেড জিও থেকে জিও কল করবার সুবিধা। জিও বাদে অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে ২ হাজার মিনিট।

থাকছে প্রতিদিন ১০০ এসএমএস করার সুবিধা। মিলবে সমস্ত জিও অ্যাপের ফ্রি সুবিধাও। তবে এই প্ল্যানের সব চেয়ে আকর্ষনীয় অংশ হল বিনামূল্যে হটস্টার সাবস্ক্রিপশন। এই প্ল্যানের সাথে ১ বছরের জন্য মিলবে Disney+ Hotstar এর VIP সাবস্ক্রিপশন।

জিও এর ৪৯৯ টাকার প্ল্যানটি আদতে ডেটা টপ আপ প্ল্যান। এটিরও বৈধতা ৫৬ দিন। তবে এই প্ল্যানের সাথে অন্য অ্যাকটিভ প্ল্যান লাগবে। এই প্ল্যানটিতে পাওয়া যাবে দৈনিক ১.৫ জিবি করে ডেটা। হটস্টারের ফ্রি VIP সাবস্ক্রিপশন থাকলেও এই প্ল্যানে কল বা এসএমএস এর সুবিধা নেই।

 

সম্পর্কিত খবর