বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে বড় ঘোষনা জিও-র (Jio)। গ্ৰাহকদের জন্য বড় সুখবর আনল জিও। এবার ব্যবহারকারীরা একেবারে রিচার্জের ঝামেলার থেকে টেনশন ফ্রি থাকতে পারেন। কারণ জিও পরিবারের বর্তমানে পঞ্চাশ কোটি ইউজার রয়েছে ও তাদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ক্যাটাগরির রিচার্জ প্ল্যান অফার করে থাকে জিও (Jio)।
৩৩৬ দিন রিচার্জ মুক্ত, Jio-র নতুন ঘোষণা (Jio)
দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা জিও (Jio)। এবার এই টেলিকম কোম্পানি তার গ্ৰাহকদের জন্য নিয়ে আসলো নয়া অফার। এই অফারে ঘুম উড়েছে এয়ারটেল ও ভোডাফোনের। সূত্রের খবর গ্ৰাহকদের কথা মাথায় রেখে এই নতুন লোভনীয় প্ল্যান বাজারে আনলো জিও। ঠিক কী কী থাকছে এই প্লানে জেনে নেওয়া যাক।
জিও (Jio) পোর্টফোলিওতে রয়েছে ২৮ দিন থেকে শুরু করে ৫৬, ৭০, ৭২, ৮৪, ৯০, ৯৮ দিন পর্যন্ত ছোট ও মাঝারি ভ্যালিডিটির প্ল্যান, পাশাপাশি ২০০ দিন এবং ৩৬৫ দিনের দীর্ঘমেয়াদি প্ল্যানও। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ৩৩৬ দিনের বিশেষ রিচার্জ প্ল্যান।
আরও পড়ুন: ডায়াবেটিকদের জন্য ইডলি-দোসা কি সঠিক ব্রেকফাস্ট? বিশেষজ্ঞদের পরামর্শ জানুন
এছাড়াও, জিওর এই বিশেষ অফারে থাকছে দুটি রিচার্জ প্লানের অপশন। প্রথমটি ১৬৪৮ টাকার প্ল্যন যা ১১ মাস অর্থাৎ তিনশ ছত্রিশ দিনের জন্য থাকবে। এই রিচারজে আপনি পুরো সময় ধরে সীমাহীন কলিং সুবিধা পাবেন পাশাপাশি পাবেন ৩৬০০ টি ফ্রি এসএমএস। তবে এই প্ল্যানে কোন ডেটা সুবিধা নেই। কিন্তু ব্যবহারকারীরা জিও টিভি ও জিও ক্লাউড স্টোরেজের অ্যাক্সেস ফ্রিতে পাবেন।
দ্বিতীয় প্ল্যানটি ৮৯৫ টাকার। এটি জিও ফোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এই প্ল্যানে ৩৩৬ দিনের জন্য সীমাহীন কলিং সুবিধা রয়েছে ও প্রতিমাসে ৫০ টি ফ্রি এসএমএস পাবেন গ্রাহকেরা। তবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই রিচার্জ কিনতে পারবেন না।