কলকাতায় ডেঙ্গিতে মেরে বীরভূমে গিয়ে উস্কানি দিচ্ছেন! ফিরহাদকে তুলোধোনা জিতেন্দ্রর

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে ইতিমধ্যেই শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। এর মাঝেই এবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাঘের সঙ্গে তুলনা এবং সেই প্রসঙ্গকে কেন্দ্র করে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উদ্দেশ্যে বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) কটাক্ষ, সব মিলিয়ে শোরগোল তুঙ্গে। অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করার ইস্যুতে এদিন ফিরহাদ হাকিমকে কটাক্ষ ছুড়ে দেন জিতেন্দ্র তিওয়ারি।

গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন জিতেন্দ্র। যদিও পরবর্তীতে দলত্যাগ নিয়ে একাধিক জল্পনার সৃষ্টি হয় আর এরপর থেকেই শাসকদলকে উদ্দেশ্য করে একের পর এক আক্রমণ শানিয়ে চলেন তিনি। সেই ধারা বজায় রেখে এবার ফিরহাদকে তুলধোনা করলেন বিজেপি নেতা।

উল্লেখ্য, গতকাল বীরভূমে পৌঁছে অনুব্রতর প্রশংসা করার পাশাপাশি বিজেপিকে কড়া আক্রমণ শানান ফিরহাদ। তিনি বলেন, “মমতা ছিলেন, আছেন আর থাকবেন। বীরভূমে এসে অনেকে লাফালাফি করছে। টিভিতে মাঝেমধ্যে দেখায়, বনের বাঘ যখন এক দিক থেকে অন্য দিকে যায়, তখন সবাই লাফালাফি করে। তবে আবার সে ফিরে আসলে শিয়ালগুলি লেজ তুলে পালায়।”

একইসঙ্গে অনুব্রতকে বাঘ আখ্যা দিয়ে ফিরহাদের দাবি, “বীরভূমের বাঘকে কিছুদিনের জন্য খাঁচায় রাখা হয়েছে। সারা জীবন কখনোই রাখা যাবে না। যখন ও বেরোবে, তখন শিয়ালগুলি লেজ তুলে পালাবে।”

যদিও কেষ্টর পাশে দাঁড়ালেও পার্থ চট্টোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করেন কলকাতার মেয়র। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের একজন নেতা অন্যায় করেছে। তার জন্য আমরা লজ্জিত। তবে তাকে কেন্দ্র করে তৃণমূলের সবাইকে চোর বলা কখনোই উচিত নয়। এটা বিজেপি ভুল করছে।”

jitendra 3

এদিন এই প্রসঙ্গে ফিরহাদকে কটাক্ষ করে জিতেন্দ্র তিওয়ারি টুইটে লেখেন, “ববিদা (ফিরহাদ হাকিম) এবার একটু শান্ত হন। কলকাতায় মারছেন ডেঙ্গিতে, বীরভূমে উস্কানিতে।” উল্লেখ্য, বর্তমান সময় দাঁড়িয়ে কলকাতায় অসংখ্য মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চলেছেন। দিনের পর দিন ভয়াবহ রূপ নিচ্ছে মশাবাহিত এই রোগ। বহুজনের প্রাণ গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদকে তুলোধনা করার মাধ্যমে রাজনৈতিক বিতর্ক যে বহুগুনে বৃদ্ধি করলেন জিতেন্দ্র তিওয়ারি, তা বলাবাহুল্য।


Sayan Das

সম্পর্কিত খবর