দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের এই সংস্থা দিল চাকরির বিজ্ঞপ্তি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের  সংস্থা NABARD দিল চাকরির বিজ্ঞপ্তি। সারাভারত জুড়ে মোট ৭৩টি পদের জন্য জারি হয়েছে বিজ্ঞপ্তি।  Nationanal Bank for Agriculture and  Rural Development সংক্ষেপে NABARD ভারতের একটি আপেক্স ডেভলপমেন্ট ফিনান্সিয়াল ইন্সটিটিউশন। ভারতের গ্রামাঞ্চলের কৃষিকাজ ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের জন্য credit বা ঋণের পরিকল্পনা ও পরিচালনার মত বিষয়গুলি এই ব্যাঙ্কের আওতায় পড়ে। ভারতের আভ্যন্তরীন বিকাশ নীতির ক্ষেত্রেও NABARD অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় সরকারের এই সংস্থাটি অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আমন্ত্রণ করেছে কেবলমাত্র দশম বা সমোত্তীর্ণ যুবকদের উদ্দেশ্যে। জেনারেল  ৪৮, ই ডাব্লু এস (আর্থিক ভাবে পিছিয়ে পরা শ্রেনি) ০২, তপশিলি জাতি ০১, তপঅশিলি উপজাতি ০৯, অন্যান্য পিছিয়ে পরা শ্রেনী ১৩। সারা ভারতে মোট পদের সংখ্যা ৭৩টি। বেতন ৩২০০০ টাকা। জেনে নিন এই চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি।

আবেদন শুরুর তারিখঃ ২৫ ডিসেম্বর ২০১৯

আবেদন করার শেষ তারিখঃ ১২ জানুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ অফিস অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাশ

বয়সসীমাঃ ১৮ থেকে ৩০

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ ৪৫০ ( sc,st, ph দের জন্য ৪৫০)

নির্বাচনের পদ্ধতিঃ প্রাথমিক, মূল পরীক্ষা ও ভাষা দক্ষতার পরীক্ষা

ওয়েবসাইটঃ http://www.nabard.org/

সম্পর্কিত খবর

X