বাংলা হান্ট ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরই এবার ফের চাকরির সুযোগ! বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল ভারতীয় কোস্ট গার্ড। একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে, ৩২২ টি শূন্যপদে কর্মী নিয়োগের প্রসঙ্গ উপস্থাপিত করেছে তারা।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি, পুরুষ এবং মহিলা উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। আপাতত Navik (নাবিক) ও Yantrik (যান্ত্রিক) এই দুই পদে নিয়োগ করা হবে। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হল।
Navik ও Yantrik পদ দু’টিতে মোট শূন্যপদের সংখ্যা হল ৩২২ টি। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে কোনো একটি পরীক্ষা পাশ করলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে, শিক্ষাগত যোগ্যতা একই থাকলেও এই দুই পদের জন্য কিছু ভিন্ন যোগ্যতাও দরকার।
দুই ক্ষেত্রেই আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হতে পারে।
এই দুই পদের জন্য মাসিক বেতন ভিন্ন ভিন্ন হবে। Navik পদের জন্য মাসিক বেতন ২১,৭০০ টাকা এবং Yantrik পদের জন্য মাসিক বেতন হবে ২৯,২০০ টাকা।
দু’টি পদেই আবেদনের পর প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ফিজিক্যাল টেস্ট করা হবে। তৃতীয় ধাপে সম্পন্ন হবে মেডিকেল টেস্ট ও অন্যান্য পরীক্ষা এবং সর্বশেষ ধাপে ট্রেনিং দেওয়া হবে।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। https://joinindiancoastguard.cdac.in/ এই লিঙ্কে ক্লিক করলেই প্রার্থীরা বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।
আবেদনের পর অসংরক্ষিত ও ওবিসিদের জন্য ২৫০ টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। তবে সংরক্ষিতদের জন্য কোনো আবেদন ফি লাগবেনা।
ইতিমধ্যেই এই দুই পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ জানুয়ারি থেকে। আবেদন গ্রহণ চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এখনও পর্যন্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা না হলেও মার্চ কিংবা এপ্রিল মাস নাগাদ পরীক্ষাটি নেওয়া হবে।