দরকার নেই ডিগ্রির, প্রতিমাসে ৩০ হাজার টাকা বেতনের চাকরির সুযোগ! বড় ঘোষণা কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে যখন চাকরির আকাল বহুল ভাবে পরিলক্ষিত হচ্ছে ঠিক সেই আবহেই এবার বিরাট ঘোষণা করলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনকি, তিনি জানালেন যে, কলেজের ডিগ্রি না থাকলেও ৩০ হাজার টাকার মাসিক বেতনের চাকরি পেতে পারবেন যোগ্য প্রার্থীরা। মূলত, তিনি বলেছেন, আগামী বছরগুলিতে দেশে এক লক্ষেরও বেশি ড্রোন পাইলট নিয়োগ করতে হবে। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রক দেশ জুড়ে দেশীয় ভাবে ড্রোন পরিষেবার চাহিদা প্রচার করছে। এমতাবস্থায়, ড্রোন পাইলটদের প্রচুর নিয়োগের দরকার পড়বে।

কলেজের ডিগ্রি প্রয়োজন হবে না:
এই প্রসঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “দ্বাদশ শ্রেণি পাশ করা ব্যক্তিরাও ড্রোন পাইলটের প্রশিক্ষণ নিতে পারেন। এর জন্য কলেজ ডিগ্রির কোনো প্রয়োজন নেই। আগামী বছরগুলিতে প্রায় এক লক্ষ ড্রোন পাইলটের প্রয়োজন হবে। পাশাপাশি, এর জন্য মাত্র দু’ থেকে তিন মাসের প্রশিক্ষণ নিতে হয়। একজন ব্যক্তি প্রায় ৩০,০০০ টাকা মাসিক বেতনে ড্রোন পাইলটের কাজ করতে পারেন।”

ভারত হয়ে উঠবে “গ্লোবাল ড্রোন হাব”:
দিল্লিতে ড্রোনের উপর নীতি আয়োগের এক্সপেরিয়েন্স স্টুডিও চালু করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ভারতকে একটি ‘গ্লোবাল ড্রোন হাব’-এ পরিণত করা। আমরা বিভিন্ন শিল্প ও প্রতিরক্ষা সংক্রান্ত খাতে ড্রোনের ব্যবহারের জন্য প্রচার করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান যে নতুন প্রযুক্তির বিকাশ হওয়া উচিত এবং আরও বেশি সংখ্যক মানুষ যাতে এর সুবিধা পেতে পারেন, সেদিকেও নজর দিচ্ছি আমরা।”

jyotiraditya scindia 3

সরকারের পরিকল্পনা ঠিক কি?
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, সরকার ড্রোন পরিষেবাগুলির ব্যবহারে প্রসার ঘটাতে সক্রিয়ভাবে কাজ করছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে, “আমরা ড্রোন সেক্টরকে ইতিমধ্যেই তিনটি স্তরে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমটি হল নীতি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে, আমরা কত দ্রুত নীতি বাস্তবায়ন করছি। দ্বিতীয়টি হল হুইল ইনিশিয়েটিভ তৈরি করা। একই সময়ে, তৃতীয়টি হচ্ছে দেশীয় চাহিদা তৈরি করা এবং ১২ টি কেন্দ্রীয় মন্ত্রক সেই চাহিদা তৈরি করারই চেষ্টা করেছে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর