মাধ্যমিক পাশ হলেই সরকারি চাকরি! সুবর্ণ সুযোগ, জেনে নিন আবেদন পদ্ধতি

Published on:

Published on:

Job Vacancy government recruitment for secondary school graduates
Follow

বাংলা হান্ট ডেস্ক: চাকরির বাজারে সুখবর। এবার আপনিও যদি মাধ্যমিক পাশ হন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কারণ, ২৫ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (Job Vacancy)। জেনে নিন কিভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? ও নিয়োগ পদ্ধতি বা কিভাবে হচ্ছে এই বিষয়ে সমস্ত তথ্য আজকে প্রতিবেদনা রইল।

চাকরির বাজারে সুখবর! মাধ্যমিক পাশদের জন্য সরকারি নিয়োগ (Job Vacancy)

চাকরির বাজারে বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ২৫ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (Job Vacancy)
। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ওই ব্যাংকের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। যার জন্য শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদনের প্রক্রিয়াও। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Job Vacancy government recruitment for secondary school graduates

আরও পড়ুন: ভ্রমণপ্রেমীদের জন্য দুঃসংবাদ! ডিসেম্বরের শেষ সপ্তাহে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা

মোট শূন্যপদ- ২৫৪৮৭

বিএসএফ- ৬১৬

সিআইএসএফ-১৪৫৯৫

সিআরপিএফ-৫৪৯০

এসএসবি-১৭৬৪

আইটিবিপি-১২৯৩

এআর (রাইফেলম্যান GD)-১৭০৬

এসএসএফ- ২৩

এই চাকরির জন্য মাধ্যমিক অথবা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন আপনি। পাশাপাশি চাকরি প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স হতে হবে ২৩ বছর। তাছাড়া তফশিলি জাতি ও উপজাতির প্রার্থী নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনকারীরা প্রথমে https://ssc.gov.in-এই ওয়েবসাইটে যান। সেখানে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর অনলাইন ফর্ম পূরণ করুন। আবেদন মূল্য জমা দিন। এই চাকরির ফর্ম ফিলআপের জন্য সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য শূন্য।

প্রসঙ্গত, এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১ টা পর্যন্ত। তবে আবেদন মূল্য জমা দেওয়ার সময়সীমা ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তবে আবেদনের পূর্বে আরও খুঁটিনাটি তথ্য পেতে অবশ্যই নজর রাখুন স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে (Job Vacancy)।