বাংলাহান্ট ডেস্ক : চাকরির সুযোগ এয়ারপোর্টে। আপনি যদি কাজের সন্ধানে আছেন, তাহলে মন দিয়ে পড়ুন এই প্রতিবেদন। মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এই পদে। চাকরির নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India)। ভারত ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা যে কোনও প্রান্ত থেকে আবেদন করতে পারবেন এই পদে। এই পদে আবেদনের বিস্তারিত তথ্য দেওয়া হল নিচে।
পদের নাম- Trolley Retriever
মোট শূন্যপদের সংখ্যা- ১০৫ টি। (General- ৪৪ টি, OBC- ২৮ টি, SC- ১৫ টি, ST- ৭ টি, EWS – ১১ টি)
যোগ্যতা – ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এই পদে আবেদনের জন্য প্রার্থীর নূন্যতম উচ্চতা হতে হবে ১৬৭ সেমি। ন্যূনতম ৫৫ কেজি ওজন থাকতে হবে প্রার্থীর।
বেতন – এই পদে বেসিক পে হিসাবে মাসিক ১০ হাজার টাকা দেওয়া হবে। অন্যান্য পে এলয়ন্স মিলিয়ে মোট মাসিক ২১৩০০ টাকা দেওয়া হবে।
বয়সসীমা – ১লা আগস্ট ২০২৩ অনুযায়ী, ১৮ থেকে ২৭ বছর বয়সী প্রার্থীর আবেদনের যোগ্য।
আবেদন মূল্য – আবেদন মূল্য বাবদ চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে AAICLAS এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
আবেদন করার শেষ তারিখ – ৩১ আগস্ট ২০২৩