বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত পাঁচ বছর ধরে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ছিলেন রুট। হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলকে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক (৬৪)। তার অধিনায়কত্বে ২৭ টি ম্যাচে জয় পেয়েছে তার দেশ যা একটি রেকর্ড। সেইসঙ্গে ইংল্যান্ড অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে হারের (২৬) রেকর্ডও ছিল তার দখলে। কিন্তু অবশেষে হলো যুগবসান। বিরাট কোহলির পথে হেঁটেই টেস্ট দলের দায়িত্বে ছাড়লেন রুট।
সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের পারফরম্যান্স খুবই জঘন্য ছিল। অ্যাশেজে লজ্জাজনক হারের পর তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ হেরেছে। শেষ ১৭ টি ম্যাচে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছিল রুটের দল। ফলে চাপ তার ওপর সবসময়ই ছিল।
No England captain in history has more Test wins than Joe Root 👏
More on Root stepping down 👉 https://t.co/96ONUjjlvB pic.twitter.com/MpLkA1CfKw
— ICC (@ICC) April 15, 2022
যদিও ব্যক্তিগত ভাবে রুট ছিলেন দুরন্ত ফর্মে, রান পেয়েছিলেন অ্যাশেজেও। কিন্তু তার বিরুদ্ধে জনমত গঠন হচ্ছিল। প্রাক্তন ইংল্যান্ড তারকা ও অধিনায়ক অ্যালেস্টার কুক তার অধিনায়ক হিসেবে যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছিলেন। ফলে শেষপর্যন্ত ব্যর্থতার দায় নিয়ে সরে গেলেন রুট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকে ফিরে তারপর এমন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনাও করেছেন বলে জানিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। তিনি বলেছেন, “আমি দেশের অধিনায়কত্ব করে গর্বিত। বিগত পাঁচটা বছর আমার কাছে ছিল খুবই গর্বের। কিন্তু এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। পরবর্তী যে অধিনায়ক আসবেন তাকে আগাম শুভেচ্ছা জানাই। আমি, সতীর্থরা এবং কোচ তাকে সবরকম সাহায্য করবো।”