প্রতিদিন চলবে না জোকা-তারাতলা মেট্রো! বিপদে পড়ার আগেই জেনে নিন সময়সূচী

বাংলাহান্ট ডেস্ক : বহু প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছে জোকা- তারাতলা মেট্রোর। আগামী সোমবার থেকে এই রুটে শুরু হবে যাত্রী পরিষেবা। নয়া এই মেট্রো রুটে যাত্রী পরিষেবা মিলবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত। এই সময়সূচী জানার পরেই অনেকের মনে প্রশ্ন এতে আদৌ কতটা লাভ হবে নিত্য যাত্রীদের?

তবে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে চলে আসবে আরও বেশ কয়েকটি মেট্রো রেক। রেলের আশা তখন মেট্রো চলাচলে কোনরকম সমস্যা হবে না। আপাতত জোকা থেকে তারাতলা মেট্রো রুটে একটি মাত্র এসি রেক পরিষেবা দেবে। জোকা ডিপোতে করা হবে রেক রক্ষণাবেক্ষণের কাজ। বেশ খানিকটা প্রস্তুত হয়ে গিয়েছে জোকার শেড। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী মেট্রো চলাচল করার জন্য কোন সমস্যা হবে না।

আপ ও ডাউন মিলিয়ে আগামী সোমবার থেকে এই রুটে মোট ১২টি মেট্রো চলাচল করবে। মেট্রো পরিষেবা মিলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। মেট্রো চলাচল বন্ধ থাকবে শনি ও রবিবার। প্রথম মেট্রো জোকা স্টেশন থেকে ছাড়বে সকাল ১০টায়।

এরপর ১১টা, ১২ টা, ৩টে, ৪টে ও ৫ টায় পাওয়া যাবে মেট্রো। তারাতলা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০:৩০ মিনিটে। এরপর থেকে মেট্রো মিলবে ১১:৩০, ১২:৩০, ৩:৩০, ৪:৪০ ও ৫:৩০ মিনিটে। অর্থাৎ এক ঘণ্টা অন্তর দুই অন্তিম স্টেশন থেকে মেট্রো ছাড়বে।

Kolkata metro

মেট্রো কর্তৃপক্ষের যুক্তি, বেহালাবাসী ডায়মন্ড হারবার রোডে বাস বা অটোর মাধ্যমে যে সময় যাতায়াত করেন তার থেকে অতি দ্রুত এই মেট্রোর মাধ্যমে যাতায়াত করতে পারবেন। এই নয়া সূচি দেখে অনেকেই ধারণা করছেন যে এর ফলে বেহালাবাসীর খুব একটা সুবিধা হবে না। তবে মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণভাবে বদলে ফেলা হবে এই রুটের পরিকাঠামো। আনা হবে আরও রেক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর