JCB মেশিনের রং গোটা বিশ্বে কেন হলুদ হয় জানেন? নামেও আছে বড় রহস্য! আজও অজানা বহু মানুষেরই

বাংলাহান্ট ডেস্ক : কমবেশি আমরা সবাই জেসিবি (JCB) মেশিন দেখেছি। জেসিবি (Joseph Cyril Bamford) মেশিন মূলত খননের কাজে ব্যবহৃত হয়। তবে ছোট হোক বা বড়, একটা জিনিস দেখবেন সব সময় জেসিবি মেশিনের রং হলুদ হয়ে থাকে। গোটা পৃথিবীর জেসিবি মেশিন কেন হলুদ রঙেরই হয় তা কখনো ভেবে দেখেছেন?

কেন হলুদ রঙেরই হয় JCB মেশিন (Joseph Cyril Bamford) ?

এলাকায় কোথাও নির্মাণ কাজ চললে সেখানে জেসিবি মেশিন (Joseph Cyril Bamford) দেখতে পাওয়া যায়। শুধু ভবন তৈরির কাজে নয়, একাধিক কাজে লাগে এই জেসিবি মেশিন। একাধিক ব্যবহারের জন্য গ্রাম থেকে শহর সর্বত্র জেসিবি (Joseph Cyril Bamford) মেশিনের চাহিদা তুঙ্গে। তবে ছোট হোক বা বড়, গোটা পৃথিবীতেই জেসিবি মেশিনের রং হলুদ হয়ে থাকে।

   

আরোও পড়ুন : প্রতি মরশুমে আয় ১০ লাখ! বিলাসবহুল গাড়িতেই বেচেন খেজুর! এই ফল বিক্রেতার গল্প অবাক করবে

তার সাথে থাকে কালো রঙের ছোঁয়া। তবে জেসিবি (Joseph Cyril Bamford) মেশিনে কেন হলুদ রং ব্যবহার করা হয় তা জানলে অবাক হয়ে যেতে হয়। আগে জেসিবি মেশিনের রং হত সাদা বা লাল। তবে এই রঙের মেশিন দূর থেকে সহজে দেখা যেত না। তাই তৈরি হত সমস্যা। সেই কারণে এই মেশিনের রং পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক গবেষণার পর সিদ্ধান্ত নেওয়া হয় গোটা পৃথিবীতেই জেসিবি মেশিনের রং রাখা হবে হলুদ।

Bulldozers were moving on the illegal part of the mosque

শুধু রঙের ক্ষেত্রে নয়, এই মেশিনের নামের ক্ষেত্রেও রয়েছে চমক। এটি আদতে জেসিবি (Joseph Cyril Bamford) মেশিন নয়। জেসিবি (Joseph Cyril Bamford) হল মেশিনটির প্রস্তুতকারী সংস্থা। সংস্থার কর্ণধার ও ব্রিটিশ বিলিয়নেয়ার জোসেফ সিরিল ব্যামফোর্ডের নামে এই নাম রাখা হয়েছে। এই মেশিনটির আসল নাম হল ব্যাকহো লোডার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর