বাংলাহান্ট ডেস্ক: নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সদস্যের সঙ্গে যোগাযোগ রাখায় বলিউড গায়ক জুবিন নটিয়ালকে (Jubin Nautiyal) গ্রেফতারের ডাক উঠেছে টুইটারে। শনিবার হঠাৎ করেই হ্যাশট্যাগ ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’ ট্রেন্ড হতে শুরু করে। দেশকে অসম্মানের অভিযোগ তুলে জুবিনের শো বাতিল এবং তাঁকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে টুইটারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে জুবিনের আসন্ন একটি শোয়ের পোস্টার নিয়েই যত গণ্ডগোল। সেই শোয়ের আয়োজক জয় সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন নেটনাগরিকরা। তাঁর নাকি এক নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে। আবার অনেকের দাবি, জয় সিং না, ওই ব্যক্তির আসল নাম রেহান সিদ্দিকী। তিনি খালিস্তানকে সমর্থন করেন।
আর এই ব্যক্তির সঙ্গেই যোগাযোগ থাকায় নাকি জুবিনের মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা সফর বাতিল হয়ে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন জুবিনের ম্যানেজার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জানানো হচ্ছে যে জুবিন নটিয়ালের লাইভ মার্কিন যুক্তরাষ্ট্রের সফর অনেকদিন আগেই বাতিল হয়ে গিয়েছিল। দয়া করে গুজবে কান দেবেন না। জয় হিন্দ।’
টুইটারে গ্রেফতারের দাবি নজরে এসেছে জুবিনেরও। বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। নিজের একটি সেলফি শেয়ার করে গায়ক লিখেছেন, ‘নমস্কার বন্ধুরা এবং টুইটার পরিবার। আমি সমানে সফর করে চলেছি আর আগামী এক মাস জুড়ে শুটিংয়ে ব্যস্ত থাকব। গুজবে কান দিয়ে মন খারাপ করবেন না। আমি নিজের দেশকে ভালবাসি, সবাইকে ভালবাসি।’
Hello friends and twitter family, I've been travelling and will be shooting for the next whole month. Don't get upset on rumours. I love my country 🇮🇳🙏🏻. I love you all 🌹 pic.twitter.com/0Peyy74rwr
— Jubin Nautiyal (@JubinNautiyal) September 10, 2022
সূত্রের খবর, চণ্ডীগড় পুলিসের ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ এর তালিকায় রয়েছেন জুবিনের শোয়ের আয়োজক জয় সিং। তাঁর বিরুদ্ধে মাদক পাচার এবং ভিডিও প্রতারণার অভিযোগ রয়েছে। গত ৩০ বছর ধরে নাকি গা ঢাকা দিয়ে রয়েছেন জয় সিং।
পঞ্জাবের বাসিন্দা জয় সিং এখন মার্কিন মুলুকে ঘাটি গেঁড়েছেন বলে খবর। সূত্রের খবর, পঞ্জাবের এক নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সদস্য জয়। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারার খালিস্তানিদেরও নাকি সাহায্য করেন তিনি। সেই জয়ই জুবিনের আমেরিকার শোয়ের আয়োজন করছেন।
শোয়ের ঘোষনা হতেই নেটমাধ্যমে বিদ্বেষের শিকার হন জুবিন। এই শো দেশের পক্ষে অসম্মানজনক হবে বলে দাবি নেটনাগরিকদের। টুইটারে হ্যাশট্যাগ ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’ ট্রেন্ডও শুরু হয়। সেই সঙ্গে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে।