ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন, হাসপাতাল থেকে ছবি শেয়ার করে জানালেন জুবিন নটিয়াল

বাংলাহান্ট ডেস্ক: গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড গায়ক জুবিন নটিয়াল (Jubin Nautiyal)। শুক্রবার খবরটা শুনেই চমকে উঠেছিলেন অনুরাগীরা। এই মুহূর্তে হিন্দি ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় এবং সফল গায়কদের মধ‍্যে একজন তিনি। তাঁর এমন অঘটনের কথা শুনে চিন্তার ভাঁজ পড়েছিল ভক্তদের কপালে। অবশেষে জুবিন নিজেই জানালেন নিজের স্বাস্থ‍্যের আপডেট।

নিজের বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পান জুবিন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে। জানা গিয়েছে, তাঁর কনুইয়ের হাড় ভেঙেছে, বুকের পাঁজরে চিড় ধরেছে। আঘাত পেয়েছেন মাথাতেও। সঙ্গে সঙ্গে মুম্বইতে একটি হাড় ভর্তি করা হয় তাঁকে। গায়কের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে বলে খবর।

Jubin nautiyal
তারপর থেকেই জুবিনের চিন্তায় কার্যত ঘুম উড়েছিল ভক্তদের। তিনি কেমন আছেন না আছেন তা জানার জন‍্য উদগ্রীব হয়ে উঠেছিলেন অনেকেই। শেষমেষ অনুরাগীদের দুশ্চিন্তা লাঘব করে নিজেই আপডেট দিলেন জুবিন। হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর ডান হাতে প্লাস্টার করা। খাবার খেতে খেতেই ক‍্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলেছেন জুবিন।

সঙ্গে তিনি লিখেছেন, ‘সবার প্রার্থনা এবং আশীর্বাদের জন‍্য ধন‍্যবাদ। ঈশ্বর আমাকে দেখছিলের তিনিই ওই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আমাকে রক্ষা করেছেন। আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছি আর দ্রুত সুস্থ হচ্ছি। আপনাদের অফুরন্ত ভালবাসা এবং উষ্ণ প্রার্থনার জন‍্য ধন‍্যবাদ।’ জানা যাচ্ছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হিমাচলে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন জুবিন। আপাতত বিশ্রামেই থাকবেন তিনি।

https://twitter.com/JubinNautiyal/status/1598694579649355779?t=iYI1_0h6JVwQJuTIe6wizQ&s=19

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রির অন‍্যতম সফল একজন গায়ক জুবিন। একের পর এক হিট গান দিয়ে অসংখ‍্য মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর ব‍্যতিক্রমী গায়কীর ভক্ত বহু মানুষ। কিন্তু এত খ‍্যাতি কিন্তু খুব সহজে পাননি জুবিন। অনেক পরিশ্রম করে, বারবার ব‍্যর্থতার সম্মুখীন হয়ে তবেই এই স্থান অর্জন করেছেন তিনি।

কঠোর মেহনতের পর আজ তিনি বলিউডে প্রতিষ্ঠিত। তাঁর গাওয়া বহু গানই সঙ্গীতপ্রেমীদের প্রিয় গানের তালিকায় রয়েছে। এর মধ‍্যে শউকিনস ছবির ‘মেহেরবানি’, বজরঙ্গি ভাইজানের ‘কুছ তো বতা জিন্দেগি’, কাবিল ছবির ‘কাবিল হুঁ’, জলি এলএলবি টু এর ‘বাওরা মন’, ‘লুট গয়ে’ গানগুলি বিশেষ জনপ্রিয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর