মুক্তি পেলেন না নওশাদ, বিধায়ক সহ বাকিদের বাড়ল জেল হেফাজত

বাংলা হান্ট ডেস্ক : ভাঙড়ের গন্ডগোলে উত্তপ্ত হয়েছিল কলকাতার ধর্মতলা। সেখান থেকেই দিন দশেক আগে গ্রেফতার করা হয়েছিল আইএসএফ বিধায়ক (ISF MLA) নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)-সহ ১৮ জনকে। ১০ দিন পুলিসি হেফাজতের শেষে বুধবার তাঁদের তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। কিন্তু এদিনও তাঁদের জামিনের আবেদনের সাড়া দিল না আদালত।

এদিন নওসাদদের জামিন মামলার শুনানি শেষে আদালত তাঁদের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি আবারও আদালতে তোলা হবে তাঁদের।

isf tmc

এদিন বেশ উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। আইএসএফের অভিযোগ, তাদের সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আবদুল খালেক মোল্লা এদিন শুনানির সময়ে আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে সেখান থেকে গ্রেফতার করে পুলিস। পাল্টা পুলিসের দাবি, ধর্মতলার অশান্তিতে আবদুল খালেক মোল্লা জড়িত ছিলেন। এদিন তিনি বাসে করে পালানোর চেষ্টা করেন, তাঁকে উত্তর বন্দর থানার পুলিস রাস্তা থেকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে।

এজলাসের মধ্যে উপস্থিত থাকা ব্যক্তিকে কেন গ্রেফতার করা হল এই অভিযোগ তুলে আলাদা ভাবে পিটিশনও দাখিল করেছে ব্যাঙ্কশাল আদালত। শেষ খবর পাওয়া পর্যন্ত নওসাদরা কোর্ট রুমেই রয়েছেন। এদিন সকাল থেকে ব্যাঙ্কশাল কোর্টের বাইরে ভিড় জমিয়েছিলেন আইএসএফ সমর্থকরা। নওসাদদের বের করে আনার আগে নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করা হয়। বাইরে জমায়েত হয়ে থাকা সমর্থকদের মধ্যে আবদুল খালেক মোল্লার গ্রেফতারিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বলে জানা যাচ্ছে

Sudipto

সম্পর্কিত খবর