বাংলাহান্ট ডেস্ক : অনেকেই ঘুরতে যাওয়ার সময় ট্রেনে ফোন চার্জে দেন। আবার কেউ কেউ প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার পথে স্টেশন বা বাসে ফোনটিকে চার্জ করে নেন। কিন্তু আপনি কি জানেন, এই ছোট ভুলটি বিরাট বড় বিপদ নিয়ে আসতে পারে আপনার জীবনে। তাই পাবলিক চার্জিং (Charging) স্টেশনগুলি ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে।
সামনে এল বিপজ্জনক তথ্য:
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক বিপজ্জনক তথ্য। এভাবে যেখানে সেখানে ফোন চার্জে দিলেও আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ফোনের মালিক। আরবিআই (RBI) একটি নতুন কেলেঙ্কারির কথা জানিয়েছে। RBI-এর মতে আজকাল কিছু স্ক্যামার ‘জুস জ্যাকিং (Juice Jacking Scam)’ কেলেঙ্কারির মাধ্যমে মানুষের ফোন হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে।
আরোও পড়ুন : এবার মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন হবে ভারতের! মেগাপ্ল্যান ISRO-র, পাশে দাঁড়াল এই দেশ
জুস জ্যাকিং কি ?
জুস জ্যাকিং হল এক ধরণের পদ্ধতি যেখানে স্মার্টফোন (Smartphone) এবং ট্যাবলেটের মতো ডিভাইসগুলির তথ্য স্থানান্তর করা হয় ইউএসবি কেবলের সাহায্যে। এই প্রতারণার জন্য প্রতারকরা পাবলিক চার্জ এর জায়গাগুলিতে এক ধরণের ইউএসি কেবল ব্যবহার করে, যেটি আপনার স্মার্টফোনে ম্যালওয়্যার ইনস্টল করে দেবে, অথবা আপনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দেবে।
জুস জ্যাকিং থেকে নিজের স্মার্ট ফোনকে রক্ষা করার কিছু টিপস-
১. পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার এড়িয়ে চলুন।
২. যদি আপনার স্মার্ট ফোনে চার্জ দিতে হয়, তাহলে বৈদ্যুতিক ওয়াল যুক্ত পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার করুন।
৩. শুধুমাত্র আপনার ব্যক্তিগত ইউএসবি চার্জার ব্যবহার করুন।
৪. যদি আপনার হাতে কোনও উপায় না থাকে তাহলে চার্জ দেওয়ার আগে আপনার ডিভাইসটি বা স্মার্ট ফোনটি সুইচ অফ করে দিন।
নিজের সুরক্ষার দিকে অবহেলা করবেন না, না হলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাবে স্ক্যামাররা এবং টাকা শূন্য হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।