দেখতে সুন্দরী, অভিনয়েও পারদর্শী, তবুও গ্রামের মেয়ে বলেই নায়িকা হওয়ার সুযোগ মেলে না! আক্ষেপ জুঁইয়ের

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট, জনপ্রিয়তা, কে না চায়? পাঁচটা মানুষ চিনতে পারবে, প্রশংসা করবে এমন স্বপ্ন তো সকলেরই থাকে। এই স্বপ্ন চোখে নিয়েই অভিনয় জগতে আসেন অনেকে। বড়পর্দা হোক বা ছোটপর্দা, এমন একাধিক অভিনেতা অভিনেত্রীরাই আছেন যারা গ্রাম বা মফস্বল অঞ্চল থেকে এসে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করেছেন। এমনি একজন অভিনেত্রী হলেন জুঁই সরকার (Juiee Sarkar)।

ছোটপর্দার পরিচিত মুখ জুঁই। একাধিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেসব সবসময় পার্শ্ব চরিত্র হয়েই থেকেছে। কখনো বা কিছু সময়ের জন‍্য সিরিয়ালের গল্পে পা রেখেছেন তিনি। প্রতিবারই তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কিন্তু বারবার পর্দায় নিজেকে প্রমাণ করা সত্ত্বেও মুখ‍্য চরিত্রে সুযোগ পাননি জুঁই।

Juiee
যেমন সুন্দর দেখতে জুঁইকে, তেমনি সুন্দর তাঁর অভিনয়। মালদার চাঁচোল থেকে সাংবাদিকতার পাঠ নিতে কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু তার বদলে হয়ে যান অভিনেত্রী। বিভিন্ন চ‍্যানেলে বিভিন্ন মেগায় অভিনয় করেছেন তিনি। বেদের মেয়ে জ‍্যোৎস্না, আমার দূর্গা, যমুনা ঢাকি, অপরাজিতা অপু, উমা ছাড়াও আরো বেশ কয়েকটি সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে।

প্রতিবারে হয় নায়িকার দিদি বা পরিবারের কোনো সদস‍্য রূপে দেখা গিয়েছে জুঁইকে। অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এখন সিরিয়ালে নায়িকার চরিত্রে সুযোগ মেলে। কিন্তু সুন্দরী, অভিনয় জানা সব গুণ থাকা সত্ত্বেও জুঁই কখনো সে সুযোগ পাননি। এ নিয়ে আক্ষেপ থাকলেও তা প্রকাশ করেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুঁই বলেন, ইন্ডাস্ট্রির সিনিয়রদের থেকে তিনি শিখেছেন, নিজে কষ্ট, হতাশা কখনো প্রকাশ‍্যে আনতে নেই। কারণ শত্রুরা সেগুলো নিয়েই হাসাহাসি করার সুযোগ পেয়ে যায়। তবে জুঁই হাল ছাড়তে রাজি নন। তাঁর বিশ্বাস, এখন ভাল সুযোগ না পেলেও ভবিষ‍্যতে নিশ্চয়ই নিজের অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ তিনি পাবেন বলে বিশ্বাস জুঁইয়ের।

Niranjana Nag

সম্পর্কিত খবর