‘কয়েকজন দুষ্কৃতী মিলে কি রাজ্যটাকে ধ্বংস করে দেবে’, কুন্তলকে নিয়ে ক্ষোভ বিচারপতি গাঙ্গুলির

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে জেরবার রাজ্য। হেভিওয়েট তৃণমূল (TMC) নেতা-মন্ত্রীর পর সম্প্রতি তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) গ্রেফতার করেছে ইডি (ED)। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা সংস্থার হাতে। এবার ধৃত কুন্তল প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এজলাসে বসেই প্রবল ক্ষোভ উগরে দিলেন যুবনেতার ওপর।

ঠিক কী বললেন বিচারপতি? এদিন এজলাসে শাসকদলের অভিযুক্ত যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠতেই নিজের রাগ সামালাতে পারলেন না বিচারপতি। ভরা আদালতে নিজের ক্ষোভ উগরে দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্নের সুরে, ‘‘এটা কী চলছে? কয়েক জন দুষ্কৃতী মিলে কি রাজ্যটাকে ধ্বংস করে দেবে!’’ পাশাপাশি ধৃতের বিষয়ে ইডির কাছে খোঁজ নেবেন বলেও জানিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, এদিন এজলাসে তাঁর বিচারাধীন একটি মামলার শুনানি চলছিল। সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতের কাছে বলেন, “সংবাদমাধ্যম থেকে জানতে পারছি কুন্তলের বাড়ি থেকে ১৮৬টি ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে।” এই শুনেই নিজের ক্ষোভ বের করে বিচারপতি বলেন ‘‘যা চলছে দেখছি, তাতে মনে হয় কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী ভাবে কুন্তলের কাছে যেতে পারে ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড? এ নিয়ে ইডির কাছে জানতে চাইব।’’

justice ganguly

কুন্তলের লাগামহীন দুর্নীতি প্রসঙ্গে পর্ষদের দিকে ইশারা করে বিচারপতির মন্তব্য, ‘‘পর্ষদে কারা বসে রয়েছেন? এই দুর্নীতির পরও আদালতকেই কাঠগড়ায় তোলা হয়।’’ পাশাপাশি তাঁর সংযোজন , ‘‘কেউ কিছু পদক্ষেপ করেন না, আর আদালত কিছু করলে সে দিকেই আঙুল তোলা হয়। এর সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না! অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টাও বরদাস্ত করা হবে না।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর