‘রাজ্যে এবার একাধিক CBI থানা …’, প্রশাসনের উপর বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : এবার রাজ্যে সিবিআই (Central Bureau of Investigation) থানা তৈরির প্রয়োজন বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এইদিন বৃহস্পতিবার জলপাইগুড়ির মহিলা ঋণদান সমিতির আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির সময় এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি গাঙ্গুলী।

চলতি সপ্তাহে প্রথমদিন এজলাসে বসেই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি। এইদিন উত্তরবঙ্গের এই মামলার শুনানির সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, এবার রাজ্যে কম করে হলেও চার পাঁচটি সিবিআই থানা তৈরি করা দরকার। এইদিন শুনানির সময় বিচারপতির প্রশ্ন, প্রায় ২ মাস হল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। এখনো তদন্তে কোনও অগ্রগতি হল না কেন?

বিচারপতির এই প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী সাফ জানিয়ে দেন, এই মামলার তদন্তে পুলিশ কোনও সহযোগিতা করছে না। এমনকি আদালতের নির্দেশ অবধি মানছেন না তারা। সিবিআইয়ের আইনজীবীর মুখে এই কথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যে সিবিআই থানা তৈরির সময় এসেছে। মানুষ, থানা আদালতের দ্বারস্থ হয়েও সুবিচার পাচ্ছেনা।

আরও পড়ুন : ভারতে মুসলিমদের ভবিষ্যৎ কী? লোকসভা নির্বাচনের আগে বড় বয়ান নরেন্দ্র মোদীর

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গের মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্য যে হলফনামা দেয় তাতে জানানো হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ আসার পর তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সেখানেও রাজ্যের বিরুদ্ধে রায় আসায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে এবার তারা সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা দেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন : বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বদলে গেল নিয়ম! জনতার সুবিধার্থে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই উষ্মা প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। জাস্টিস গাঙ্গুলীর সংযোজন, ”নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে। মানুষ পুলিশ, আদালতে ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন। তবু অভিযোগ গ্রহণ করা হচ্ছে না।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর