‘কিছুদিন পর চলে যাব, তাঁর আগে …” বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে আতঙ্কে দুর্নীতিবাজরা

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই আবহে উঠে আসছে বিভিন্ন তথ্য। বিভিন্ন সূত্র বলছে খুব শীঘ্রই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় চমক আসতে চলেছে সামনে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি মামলার শুনানিতেও মিলল সেই রকম ইঙ্গিত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাসে আজ চলছিল ২০১৪-র টেটে OMR শিট সংক্রান্ত একটি মামলার শুনানি। আজ ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় একাধিকবার বিভিন্ন ধরনের মন্তব্য করেন। অনেকেই মনে করছেন সেগুলি খুবই ইঙ্গিতপূর্ণ।

আরোও পড়ুন : এবার সারাবছরই ফ্রি’তে চড়া যাবে বন্দে ভারত! এনাদের জন্য দারুণ বন্দোবস্ত রেলের

বিচারপতি গঙ্গোপাধ্যায় একসময় বলে ওঠেন, “কটা দিন আছে আর, চলে যেতে হবে। তবে কিছু একটা করে যাব যাওয়ার আগে।” বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই কথা শুনে আইনজীবী কল্লোল বসু বলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। আইনজীবী বসুকে এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, দীর্ঘজীবী হবেই বিপ্লব।

এরপরই বিচারপতির মন্তব্য, “যারা ভুলে যায়, তারা অকৃতজ্ঞ, কিছু করে যাব, এভাবে চলতে পারে না।” সিবিআই এর পক্ষ থেকে আজ আদালতে বলা হয়, আমরা ১১ ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতির খতিয়ান নিয়ে হাজির হব। বিচারপতি সিবিআইয়ের আইনজীবীর এই কথার প্রেক্ষিতে বলেন, তাহলে তো ভেঙে ফেলা দরকার এই বিশাল পরিমাণ দুর্নীতি। 

আরোও পড়ুন : মিশন মলয়! কলকাতাতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ, ED-কে বিশেষ নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ভেঙে গিয়েছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম এই বিল্ডিং। তবে কি আগামী ১১ই সেপ্টেম্বর ভেঙে পড়তে চলেছে দুর্নীতির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার? আজ সিবিআই এর আইনজীবীর এই বক্তব্যের পর রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে।

calcutta highcourt

টেট দুর্নীতি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান উচ্চতার হয়, তাহলে কি ১১ ই সেপ্টেম্বর সেই দুর্নীতির মাথায় পৌঁছানো সম্ভব হবে? আজ আইনজীবীদের একাংশ মনে করছেন সিবিআইয়ের আইনজীবীর বক্তব্যের পর নতুনভাবে আশা জাগছে সাধারণ মানুষের মনে। শুধু তাই নয়, চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনীতিবিদদের মনেও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর