আমার কাজের ধরন আলাদা, গরিবদের বিচার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে! মুখ খুললেন বিচারপতি গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্ক : আমার মূল লক্ষ্য গরিব মানুষের অধিকার রক্ষা করা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিলিগুড়িতে আইন কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে শনিবার এমন মন্তব্য করলেন। নিজের কাজের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার কাজের পদ্ধতি একটু আলাদা। গরিব মানুষের অধিকার যাতে রক্ষা পায় বিচারপতি হিসেবে সেটাই করার চেষ্টা করি।”

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শনিবার শিলিগুড়ির দাগাপুরে একটি বেসরকারি আইন কলেজের সেমিনারে যোগদান করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি নিজের কাজের পদ্ধতি সবার সামনে তুলে ধরেন। তিনি যে এজ্লাসের বাইরেও সকলের সাথে কথা বলেন সেই বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে তাঁর বক্তব্য, “আমার কাজ করার ধারা আর স্টাইল একটু অন্যরকম। আমি সবার সঙ্গে কথা বলি, এটা আমার হ্যাবিট বা ব্যাড হ্যাবিট যাই কিছু বলতে পারেন। আমাদের দায়িত্ব যে সকল গরিব মানুষ হাইকোর্টে আসতে পারেন না তাদের অধিকার সুনিশ্চিত করা।”

   

abhijit ganguly
শনিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেমিনার শেষে কথা বলেন এক চাকরি প্রার্থীর সাথেও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সাথে দেখা করে ওই ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। ওই ব্যক্তির অভিযোগ, ২০১২ সালে একটি স্কুলের প্যানেলে প্রাথমিকভাবে তার নাম থাকলেও ইন্টারভিউ এর পর চাকরি তিনি পাননি। এই ব্যাপারে তিনি একটি লিখিত অভিযোগ পত্র তুলে দেন বিচারপতির হাতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুবকটির অভিযোগপত্র গ্রহণও করেছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর