বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Jaymalya Bagchi) উন্নীত হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে। বিচারপতি বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। আগেই সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতিকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করে। সেই সুপারিশে সই করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। ফলে নতুন আরও এক বাঙালি বিচারপতি পেল দেশের সর্বোচ্চ আদালত।
একজন বাঙালি বিচারপতি হিসেবে বিচারপতি জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়ার খবর পেয়ে শুভেচ্ছায় ভরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে বিচারপতি লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচিকে আমার অভিনন্দন। তিনি আজ রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়ার সম্মতি পেয়েছেন। যা আমাদের গর্বের। তার যাত্রা সফল হোক।’
উল্লেখ্য, বর্তমানে সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি হিসেবে রয়েছন বিচারপতি দীপঙ্কর দত্ত। সবকিছু ঠিক থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচী। ২০৩১ সালের মে মাসে তিনি ভারতের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন তিনি। এমনটাই খবর।
নিজের ১৩ বছরের বিচারপতি জীবনে অসংখ্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জাস্টিস বাগচী। আইনজীবী হিসেবেও বিশেষ নজির রয়েছে। রিজওয়ানুর রহমান মৃত্যুরহস্য মামলা, তসলিমা নাসরিনের বই মামলা -সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেন বাগচি।
২০১১ সালের ২৭ জুন জয়মাল্য বাগচী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন। মাঝে বদলি হয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বিচারপতির দায়িত্বভার সামলেছেন তিনি। প্রায় দশ বছর সেখানে কাটানোর পর ২০২১ সালে ৮ নভেম্বর ফের কলকাতা হাইকোর্টে ফিরে আসেন। সেই থেকে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন জাস্টিস বাগচী।
উল্লেখ্য, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবসর নিয়েছিলেন বিচারপতি আলতামাস কবীর। শেষ তিনিই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে উন্নীত হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবীর। এবার দীর্ঘ ১২ বছর পর কলকাতা হাইকোর্ট থেকে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন।
আরও পড়ুন: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিস্ফোরক মন্তব্য! কতটা বাড়ছে ফিটমেন্ট ফ্যাক্টর? জানুন
বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর ২০৩১ সালের মে মাসে তিনি ভারতের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন। ওই বছরের ২ অক্টোবর পর্যন্ত তিনি দেশের প্রধান বিচারপতি পদের দায়িত্বে থাকতে পারবেন৷ তারপর বিচারপতি বাগচী অবসর নেবেন।