ঘুরে যাবে মোড়! কাল শপথ নিয়েই আরজি কর মামলা শুনবেন বিচারপতি বাগচী! শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Jaymalya Bagchi)। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বাগচী। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা (RG Kar Case) শুনতে পারেন বিচারপতি বাগচী। আর জি কর মামলায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসেবে থাকতে পারেন তিনি।

সোমে উঠছে আর জি কর মামলা-RG Kar Case

সোমবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টে উঠছে আরজি কর মামলা। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ও বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে বিচারপতি বাগচী বসতে পারেন বলে আদালত সূত্রে খবর। গত ১০ মার্চ সুপ্রিম কোর্ট কলেজিয়াম এ রাজ্যের হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করে। সেই সুপারিশে সই করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এবার শপথ গ্রহণের অপেক্ষা।

সোমবার সকাল সাড়ে ১০টায় বাঙালি বিচারপতি বাগচীর শপথগ্রহণ অনুষ্ঠান। এদিকে আগামীকালই প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ তথা এক নম্বর এজলাসে উঠবে আরজি কর মামলা। শুনানি তালিকার ৩ নম্বরে রয়েছে আর জি কর মামলা। এখনও পর্যন্ত এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নাম রয়েছে। আরেক জন বিচারপতির নাম ফাঁকা রয়েছে।

শপথগ্রহণের পর আগামীকালই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দেবেন বিচারপতি বাগচী। খুব সম্ভবত আগামীকাল আর জি কর মামলায় তৃতীয় বিচারপতি হিসাবে থাকবেন বিচারপতি বাগচী। প্রসঙ্গত পূর্বে হাই কোর্টে আরজি করের আর্থিক দুর্নীতির মামলা শুনেছেন বিচারপতি বাগচী।

RG Kar

আরও পড়ুন: ‘সেবাশ্রয়’ প্রকল্পের সেকেন্ড ইনিংসেই এই কাজ করে মন জিতলেন অভিষেক, ধন্য ধন্য করছে সবাই

পাশাপাশি সিবিআইয়ের করা সঞ্জয়ের ফাঁসির আবেদনের মামলাটিও তার এজলাসে ছিল। কিন্তু সেই সুপ্রিম কোর্টে বদলির কারণে সেই মামলা বিচারপতি শুনতে পারেন নি। এবার একেবারে শীর্ষ আদালতে আর জি কর মামলা শুনতে পারেন জাস্টিস বাগচী। সম্ভাবনা এমনটাই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর