বাংলা হান্ট ডেস্ক: অনেকসময়ে কিশোর-কিশোরীরা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। সারা বিশ্বেই এই ধরণের ঘটনা ঘটে চলেছে। ভারতেও (India) অপরাধ লেগেই রয়েছে। এমতাবস্থায়, মহিলারা ব্যাপক হারে অপরাধের শিকার হচ্ছেন। ভারতে প্রতি ১ লক্ষ নাগরিক পিছু ৪৪৫.৯ টি অপরাধ সংঘটিত হচ্ছে। এদিকে, কেন্দ্রীয় সরকারের দাবি, ২০২০ সালে করোনা পরিস্থিতির পরে পরবর্তী ৩ বছরে অপরাধ কমেছে। করোনা পরিস্থিতিতে ২০২০ সালে প্রতি ১ লক্ষ ভারতীয় নাগরিক পিছু অপরাধ সংঘটিত হয়েছে ৪৮৭.৮ টি।
সূত্রের খবর, সবচেয়ে বেশি অপরাধ সারা দেশের যে রাজ্যগুলিতে সংঘটিত হচ্ছে, সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র, দিল্লি এবং বিহার। অপরাধীদের একাংশ কিশোর-কিশোরী। ২০১৫ সালে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট চালু করা হয়। এমতাবস্থায়, অপরাধে অভিযুক্ত কিশোর-কিশোরীদের হোমে রাখা হয়। এদিকে ভারতে পর্যাপ্ত সংখ্যক জুভেনাইল হোম নেই বলে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি দাবি করছে।
কিশোর-কিশোরীদের অপরাধ সম্পর্কে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, সেই অনুযায়ী রাজধানী দিল্লিতে সর্বোচ্চ সংখ্যক কিশোর-কিশোরী নানা ধরণের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিহার, গুজরাট, হরিয়াণা, ওড়িশা, উত্তরপ্রদেশের তুলনায় রাজধানী দিল্লিতে কিশোর-কিশোরীদের অপরাধের সংখ্যা বেশি। পুলিশ সূত্রে খবর, কিশোর-কিশোরীরা যে ধরণের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে তার মধ্যে রয়েছে চুরি, মদ্যপান করে গোলমাল পাকানো, প্রতারণা, হেনস্থা, অস্ত্রসস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর মতো অপরাধ। অনেক সময়ে কিশোর-কিশোরীরা অপরাধ করছে দলবদ্ধভাবে।
আরও পড়ুন: কেনার জন্য উঠছে ঝড়! ১২,০০০ টাকার Motorola g24 মিলছে মাত্র ১,৮০০ টাকায়, এইভাবে পেয়ে যান অফার
এদিকে, জীবনের নিষ্পাপ কৈশোর পর্বে কিশোর-কিশোরীদের অপরাধী বনে যাওয়াটা সমাজের পক্ষে দুশ্চিন্তার একথা বলাবাহুল্য। উদ্বেগজনক আরেকটি তথ্য জাতীয় সংবাদমাধ্যমে সামনে এসেছে। প্রকাশিত তথ্যানুসারে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে অপরাধের দায়ে অভিযুক্ত কিশোর-কিশোরীদের অবজারভেশন হোমে রাখার নিয়ম। কিন্তু, এই নিয়ম কার্যত মানা হচ্ছে না। নানা অপরাধের দায়ে অভিযুক্ত কিশোর-কিশোরীদের রাখা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য থাকা সংশোধনাগারে। এই সম্পর্কে ২০২২ সাল এবং ২০২৩ সালে কী পরিস্থিতি ছিল, এ নিয়ে তথ্য না মিললেও তথ্যের অধিকার আইনে জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে ৭৩০ জন কিশোর-কিশোরী অপরাধী ২০১৬ সাল থেকে ২০২১ সালে ভারতের সংশোধনাগারে বন্দি ছিল।
আরও পড়ুন: লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া! নাম বদল করে IPL-এর মঞ্চে মাঠে নামবে RCB, হল বড় ঘোষণা
প্রাপ্তবয়স্কদের সংশোধনাগারে যে সমস্ত কিশোর-কিশোরী বন্দি ছিল তাদের ৯০ শতাংশ একমাসের বেশি বন্দিজীবন যাপন করেছে। স্বেচ্ছাসেবীদের দাবি, বর্তমানে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এই ধরণের একটি ঘটনা সম্প্রতি নিয়ে খবর প্রকাশ করেছে জাতীয় সংবাদমাধ্যম। সূত্রের খবর, ২০১৮ সালে ১৭ বছরের এক কিশোরীকে অপরাধের দায়ে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করে। এরপর জুভেনাইল জাস্টিস অ্যাক্ট লঙ্ঘন করে ওই কিশোরীকে টানা ৬ বছর প্রাপ্তবয়স্কদের সংশোধনাগারে কাটাতে হয়েছে। জাতীয় সংবাদমাধ্যম এখবর ফাঁস করার পর চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি সম্পর্কে উত্তরপ্রদেশ সরকার এখনও কোনও জবাবদিহি করেনি। প্রসঙ্গত উল্লেখ্য যে, এদেশে জুভেনাইল হোমের অভাব রয়েছে। ভারতে জুভেনাইল হোম রয়েছে মোটে ৮১৫ টি। এমতাবস্থায়, স্বেচ্ছাসেবীদের দাবি, জুভেনাইল হোমের সংখ্যাবৃদ্ধি করতে হবে।