বাড়িতে ঢুকে তুমুল মার! নিজের উপর হামলার ঘটনায় মুখ খুললেন জ্যোতিপ্রিয়, বললেন…

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) উপরে হামলার ঘটনায় তোলপাড় রাজনৈতিক জগৎ। সল্টলেকে নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে তাঁর বাড়িতে ঢুকে অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিষেক দাস ওরফে পাপাই দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

নিজের বাড়িতেই আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক হাবড়ার বাসিন্দা। অভিযোগ, তৃণমূল বিধায়কের বাড়িতে ঢুকে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েন তিনি। বিধায়ককে চড় ঘুষি মেরে ধরাশায়ী করে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।

Jyotipriya Mallick attacked at his own house

কী জানালেন প্রাক্তন মন্ত্রী: বিধায়ক বলেন, অভিযুক্ত যুবককে দেখে তাঁর নেশাগ্রস্ত বলে মনে হয়েছে। আগে থেকেই তাঁর বাড়িতে রেকি করে রেখেছিল বলে জানান প্রাক্তন মন্ত্রী (Jyotipriya Mallick)। তিনি বলেন, তাঁর বাড়িতে যে কর্মচারী থাকে, তাঁকে বারবার তিনি কোথায় তা জিজ্ঞাসা করেছিল অভিযুক্ত।

আরও পড়ুন : মাটির বাড়িতে সাতসকালে ইডি হানা, যা বেরোলো তল্লাশিতে… চাঞ্চল্য এলাকায়

গ্রেফতার অভিযুক্ত যুবক: বিধায়ক বলেন, আটটা নাগাদ তিনি বাড়িতে ঢুকতেই তাঁর পেছন পেছন বাড়িতে ঢুকে হঠাৎ তাঁর পেটে একটা ঘুষি মারে ওই যুবক। এরপর তিনি চেঁচামেচি করতেই বাইরে থাকা নিরাপত্তারক্ষী এসে আটক করে অভিযুক্তকে। পুলিশের কাছে পাঠানো হয়েছে তাঁকে।

আরও পড়ুন : অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বিতর্কিত কার্যকাল, এ বার অ্যাডজাঙ্কট প্রোফেসর হয়ে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়েই ফিরছেন শান্তা দত্ত

প্রাক্তন মন্ত্রীর কথায়, ‘কেন মারল বুঝতে পারছি না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাব’। তিনি আরও জানান, অভিযুক্ত যুবককে তিনি আগে কোথাও দেখেননি। এমন ঘটনা তাঁর সঙ্গে প্রথম।