বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) তোলপাড়!। বর্তমানে ইডি (Enforcement Directorates) হেফাজতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। দুর্নীতির গোড়ায় পৌঁছতে চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। আদালতের নির্দেশ মেনে আজ ফের তাকে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় উডল্যান্ড হাসপাতালে। আর সেই সময় সিজিও থেকে বেরোতেই বেফাঁস! সাংবাদিকদের প্রশ্নে সিজিও চত্বরেই বড় বোমা ফাটালেন তৃণমূলের বালু।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আগামীকাল ৯ নভেম্বর হাজিরার দিন তার। দলের সেকেন্ড ইন কমান্ডকে ফের তলব, এই বিষয়েই এদিন বালুর প্রতিক্রিয়া চেয়েছিলেন সাংবাদিকরা। তবে তাতে যা প্রতিক্রিয়া এল তাতে রীতিমতো চমকে উঠল সবাই।
সাংবাদিক: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের আগামীকাল তলব করেছে ইডি। কী বলবেন?
জ্যোতিপ্ৰিয়: অভিষেক….! কোন বন্দ্যোপাধ্যায়? আমি জানি না।
ফের, জ্যোতিপ্ৰিয়: শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের লিডার?
ব্যাস! এখানেই শেষ। সাংবাদিকদের মুখে অভিষেকের প্রশ্ন শুনে রীতিমতো টপিকই ঘুরিয়ে নিলেন জ্যোতিপ্ৰিয়। তার কথাতে একেবারে পরিষ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়ে একেবারেই কথা বলতে চাননা মন্ত্রীমশাই। এখানেই খটকা!
যেই জ্যোতিপ্ৰিয় দিন কয়েক আগেই চিৎকার করে করে বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে’, সেই জ্যোতিপ্ৰিয়ই কিনা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতেই পারলেন না? মন্ত্রীর এদিনের মন্তব্যের পরই শুরু হয়েছে জোর জল্পনা।
আরও পড়ুন: SSC,TET, Ration Scam এসব এখন অতীত, প্রকাশ্যে এল মরা দেহ নিয়ে নতুন দুর্নীতি, কিভাবে হচ্ছে ?
ওদিকে প্রতিবারের মত এবারেও নিজেকে নির্দোষ বলে দাবি করেন জ্যোতিপ্ৰিয়। তিনি এও বলেন, খুব শীঘ্রই আদালতে সবটা প্রমাণ হয়ে যাবে। প্রসঙ্গত, প্রথমে রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। আর এই বাকিবুর রহমানের (Bakibur Rahaman) সূত্র ধরেই বালুকে গ্রেফতার করেছে ইডি। তারপর থেকে মন্ত্রীর বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি।
রেশন বণ্টনে ‘দুর্নীতি’ মামলায় জ্যোতিপ্ৰিয়র সল্টলেকের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালিয়ে গভীর রাতে মন্ত্রীকে ইডি দফতরে নিয়ে যাওয়া হয়। তারপর পরদিন সকালে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। প্রথম দিন আদালতে পেশ করলে মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সোমবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হলে ফের ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।