জল্পনার অবসান! গেরুয়া শিবিরে নাম লেখালেন সিন্ধিয়া, কংগ্রেসকে আক্রমণ করে বলেলন বড় কথা

বাংলা হান্ট ডেস্কঃ ১৮ বছর কংগ্রেসে থাকার পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) আজ দিল্লীতে বিজেপির (BJP) পার্টি অফিসে গিয়ে ভারতীয় জনতা পার্টির হাত ধরেন। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ওনাকে দলের সদস্যপদ দেন। সিন্ধিয়া বলেন, আমার জীবনে দুইদিন এমন এসেছে, যেটা আমার জীবন বদলে দিয়েছে। প্রথম দিন ৩০ সেপ্টেম্বর ২০০১, ওই দিন আমি আমার বাবাকে খুইয়েছি। আর দ্বিতীয় দিন ১০ মার্চ ২০২০, যেদিন আমার বাবার ৭৫ তম জন্মবার্ষিকী।

উনি বলেন, আমার হিসেবে সবার উদ্দেশ্য জনসেবা হওয়া উচিৎ। আমার বাবা আর আমি সবসময় জনগণের জন্য নিজেদের সমর্পিত করেছি। সিন্ধিয়া কংগ্রেসের উপর আক্রমণ করে বলেন, কংগ্রেস সেই আগের মতো দল নেই আর।

সিন্ধিয়া বলেন, ঋণ মুকুব আর রোজগারের মামলায় মধ্যপ্রদেশ সরকার নিজের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ। রাজ্যে এখন দুর্নীতি আর মাফিয়া রাজ চলছে। উনি বলেন, আমার মন খুব ব্যথিত। কংগ্রেস যেই উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল, সেই দল আর নেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে সিন্ধিয়া বলেন, দেশের ইতিহাসে এতবড় সমর্থন এখনো কেউ পায়নি হয়ত। আর সেই সমর্থন একবার না, পরপর দুবার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘আজ আমাদের কাছে খুব খুশির বিষয়। আর আজ আমাদের বরিষ্ঠতম নেতা রাজমাতা সিন্ধিয়াজিকে স্মরণ করছি। ভারতীয় জনসঙ্ঘ আর বিজেপি দুই পার্টির স্থাপনা থেকে নিয়ে বিচারধারাকে এগিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত ওনার বড় যোগদান ছিল।” উনি আরও বলেন, জ্যোতিরাদিত্য আজ আমাদের পরিবারে যোগ দিচ্ছেন, আমি ওনাকে স্বাগত জানায় আর অভিনন্দনও জানাই।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর