কেকে-কে ভালবেসে, রূপঙ্করের গাওয়া জাতীয় পুরস্কার প্রাপ্ত গানের কথা বদলে দিলেন কবীর সুমন

বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ আগেও দিনগুলো অন‍্য রকম ছিল। কেকে (KK) আসছেন কলকাতায় পারফর্ম করতে। ‘টিকিট চাই টিকিট চাই’ করে ফেসবুকে উন্মাদনা অনুরাগীদের। ৩১ মে এর রাতে সেই উন্মাদনাই বদলে গেল হাহাকারে। গান গাইতে এসে শেষ গান উপহার দিয়ে বিদায় নিলেন কেকে। এবার নিজের লেখা ও সুর দেওয়া গানের কথা বদলে ফেলে প্রয়াত কেকে কে শ্রদ্ধা জানালেন কবীর সুমন (Kabir Suman)।

কেকের মৃত‍্যুর পর থেকেই আরেকজনের নাম একই সঙ্গে ট্রেন্ডিংয়ে থেকেছে নেটদুনিয়ায়। তিনি গায়ক রূপঙ্কর বাগচী। কেকের জন‍্য চোখের জল ফেলতে ফেলতে রূপঙ্করকে শাপশাপান্ত করেছেন অনেকেই। কারণটা সবার জানা। বিতর্কে নিজস্ব মতামত রেখেছেন কবীর সুমন। অতি সম্প্রতি তিনি আর্জি জানিয়েছিলেন, এই বিতর্ক, কাদা ছোঁড়াছুঁড়ি এবার বন্ধ হোক।

IMG 20220605 181552
তিনি নিজেও শান্তি পাচ্ছেন না। রূপঙ্কর প্রশ্ন করেছিলেন, ‘হু ইজ কেকে?’ কবীর সুমন জানান, তিনিও চিনতেন না জানতেন না কেকে কে। কিন্তু নিজের থেকে ২০ বছরের ছোট এক শিল্পীর এমন আকস্মিক প্রয়াণে মন ভেঙে গিয়েছে তাঁরও। তাই নিজের সৃষ্টি করা জনপ্রিয় গানের কথা আমূল বদলে ফেললেন সুমন।

‘এ তুমি কেমন তুমি’, জাতিস্মর ছবিতে কবীর সুমনের লেখা ও সুর দেওয়া গানটি গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর। আজ সেই গানের কথা বদলে ফেললেন কবীর সুমন। সঙ্গে জানালেন গানটি তৈরির নেপথ‍্য কাহিনি।

কবীর সুমন লিখেছেন, ‘”এ তুমি কেমন তুমি” গানটি কোনও ছবির জন্য বানাইনি। বানিয়েছিলাম একটি মেয়ের জন্য, একটি বিশেষ ছবির সাউণ্ডট্র‍্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে,  অনেক আগে, ২০০৫ সালের এক গভীর রাতে, ফোনে মেসেজ করে করে। কোনও খাতায় বা পাতায় লিখিনি।

হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কীপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর। – এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তাঁর ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।’

1654509878 song
আজ প্রয়াত কেকের জন‍্য আগের গানটির সুর অবিকৃত রেখে কথা বদলে দিলেন কবীর সুমন। আগের মতোই ফোনের কিপ‍্যাড টিপে টিপে গানটি লিখেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, এ গান তিনি আগে নিজে গাইবেন। তারপর যদি কেউ গাইতে চায় তবে গাইবেন।

নতুন গানের প্রথম চার লাইন এমন- ‘এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে/ জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে। /তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন/ আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন’।


Niranjana Nag

সম্পর্কিত খবর