মৃত মানুষ তো আর বেঁচে উঠবেন না, রূপঙ্করের হয়ে ফের সরব কবীর সুমন, লিখলেন খোলা চিঠি

বাংলাহান্ট ডেস্ক: কেকে (KK)-রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) বিতর্ক শেষ হয়েও হচ্ছে না। বলিউডের অত‍্যন্ত জনপ্রিয় গায়ককে নিয়ে রূপঙ্করের একটি ভিডিও থেকে সমস্ত কিছুর সূত্রপাত। সেই ভিডিওর বিষয়বস্তু, তার পরবর্তী বিষয় সবকিছুই এতদিনে জেনে গিয়েছেন সকলে। রূপঙ্কর সম্প্রতি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন সর্বসমক্ষে। তবুও ট্রোল বন্ধ হচ্ছে না। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন কবীর সুমন (Kabir Suman)।

প্রতিকূল পরিস্থিতিতে যে কজন শিল্পীকে রুপঙ্কর পাশে পেয়েছিলেন তাঁদের মধ‍্যে অন‍্যতম বর্ষীয়ান গায়ক সুরকার কবীর সুমন। কবিতা লিখে নিজেথ মতামত প্রকাশ করেছিলেন তিনি আগে। রূপঙ্করের ক্ষমা চাওয়ার ধরণ নিয়েও প্রশ্ন উঠছে, ট্রোল হচ্ছে। এবার এক খোলা চিঠিতে সবাইকে শান্ত হওয়ার বার্তা দিলেন কবীর সুমন।

kabir suman singer
নিজে আবেগের বশে অনেক কিছু করে খারাপ ফল পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তাই বাস্তবের মাটিতে দাঁড়িয়েই এবার বার্তা দিলেন সুমন। তাঁর আর্জি, ‘বন্ধুদের বলছি – ফেসবুকে  যাঁরা আমার বন্ধু তাঁদের বলছি – একটি ভিডিও- উক্তির মধ্য দিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছে তা অবিলম্বে শেষ হওয়া দরকার। জীবনে একাধিকবার এরকম অবস্থায় পড়তে হয়েছে আমাকেই। মব লিঞ্চিং এর চাঁদমারি। অল্প কিছুদিন আগে আবার পড়েছিলাম। এখন আমারই এক সহপেশাজীবী গণরোষ গণ-আক্রোশের মুখে। আর এক সহপেশাজীবী মারা গেছেন।’

রূপঙ্করের মন্তব‍্য নিয়ে হইচই হয়েছে, বিতর্ক হয়েছে। তিনি ক্ষমা চেয়েছেন। তারপরেও থামছে না কটুক্তি। কবীর সুমনের বক্তব‍্য, ‘গণ হিস্টিরিয়ায়’ আক্রান্ত কিছু মানুষ হইচই করবেনই। তাদের কিছু বলতে চান না তিনি। তাঁর বার্তা শুভবুদ্ধিসম্পন্নদের প্রতি।

কবীর সুমনের কথায়, ‘যিনি মারা গেছেন তিনি বেঁচে উঠবেন না সমাজের এক অংশের আক্রোশের মগজহীণ আতিশয্যে। আসুন, চেষ্টা করি বিচারক না সাজতে। আমি নিজেকেও বলছি। বলছি আমার অস্থিরতা ও কষ্ট থেকে। আসুন চেষ্টা করি এই বিষয়টা নিয়ে আর না ভাবতে। এই বয়সে এই মুহূর্তে আর কী বলব বুঝে উঠতে পারছি না। অসহায়তা থেকে লিখলাম।’


Niranjana Nag

সম্পর্কিত খবর