ধারা 370 কে সমাপ্ত করে দেওয়া হয়েছে। সরকার দেশ ও দেশের রাজ্য জম্মু কাশ্মীরের হীতে এই বেআইনি ধারাটিকে শেষ করে দিয়েছে। এই সিদ্ধান্তকে কাশ্মীরের কট্টরপন্থী, পাকিস্তান, কংগ্রেস ও তার সহযোগীরা জমিয়ে বিরোধ করতে শুরু করেছে। আর এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের বামপন্থী গ্যাং সক্রিয় হয়ে গেছে এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করছে। বামপন্থী নেত্রী তথা বুদ্ধিজীবী কবিতা কৃষ্ণন টুইট করে আন্দোলনের ডাক দিয়েছেন। 370 অপসারনের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল।
370 এর সমর্থনে আর ভারতের বিরোধে কবিতা কৃষ্ণন, শেহেলা রাশিদের মতো লোকজন আন্দোলের ঘোষণা করেছে এবং এই আন্দোলন ভারতের রাজধানী দিল্লীতে করছে। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে কবিতা কৃষনান ও শেহেলা রশিদের মতো লোকেরা ভারত বিরোধীদের জমা করে আন্দোলের জন্য উস্কাচ্ছে এবং জমায়েত হওয়ার ডাক দিয়েছে। দেখুন কিভাবে 370 এর উপর ভারতের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করেছে:
Stand with the besieged & betrayed people of J&K.
Modi-Shah have 'demonetised' Article 370 – tomorrow it could be any other Constitutional provision.
They annihilated J&K – tomorrow it could be any other state.
Gather tomorrow, 7 Aug, 11 am, Mandi House to march to Parltt St pic.twitter.com/vuu9fy3VAQ— Kavita Krishnan (@kavita_krishnan) August 6, 2019
Join Kashmir Solidarity march tomorrow at 11 am from Mandi House to Jantar Mantar.
Revoke Presidential Order C.O. 272
Release all arrested leaders
Restore communication channels pic.twitter.com/NVux8yaC1V— Shehla Rashid (@Shehla_Rashid) August 6, 2019
কাশ্মীরে দেশের বিশ্বাসঘাতকদের হাউস এরেস্ট করা করে নেওয়া হয়েছে। মেহেবুবা, আব্দুল্লাহ সহ ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু দিল্লীতে দেশের বিরুদ্ধে আন্দোলের ঘোষণা হয়ে গেছে আর এই সব লোকেরা হলো সেই সব পুরোনো লোক যারা বেশির ভাগ সময় ভারত সেনা বিরোধী ও হিন্দু বিরোধ গতিবিধি চালাতে থাকেন। আর এবার 370 এর উপর এরা দেশের বিরুদ্ধে দেশের রাজধানীতে আন্দোলের ঘোষণা করছেন। কয়েকদিন আগেই কবিতা কৃষ্ণন টুইট করে বিয়ার গ্রিলসকে বলেছেন, নরেন্দ্র মোদী বাজে ব্যাক্তি উনার সাথে ডিসকোভারিতে অনুষ্ঠান করা অনুচিত।