বাথরুম যাওয়ার তাড়া? বিমানবন্দরে ‘রাজধানী এক্সপ্রেস’এর মতো দৌড়ে ট্রোলড কাজল, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকাদের কাছে ট্রোল (troll) হওয়াটা এখন অত‍্যন্ত স্বাভাবিক ব‍্যাপার হয়ে দাঁড়িয়েছে। উঠতে বসতে ট্রোল হন এমন একাধিক তারকাই রয়েছেন। বিশেষত বিমানবন্দরে অভিনেতা অভিনেত্রীদের পোশাক পছন্দ নিয়ে সমালোচনা করার মতো ফ‍্যাশন বোদ্ধার অভাব নেই নেটদুনিয়ায়। এমনকি এখন তাদের চলার ভঙ্গি নিয়ে ট্রোল করা হচ্ছে। শিকারের তালিকায় নতুন নাম কাজল (kajol)।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন কাজল। যদি ঢিলেঢালা পোশাক, গায়ে চাদর, চোখে সানগ্লাস ও মুখে মাস্কের জন‍্য তাঁকে চেনা দায় হয়ে পড়েছে। কিন্তু এসবের জন‍্য তিনি ট্রোল হননি। নেটনাগরিকদের খটকা লেগেছে তাঁর হাঁটা দেখে। বিমানবন্দরের গেট থেকে গাড়ি পার্কিংয়ের জায়গা পর্যন্ত যেন ছুটে ছুটে গেলেন কাজল। এমনকি নিজের সঙ্গে থাকা লোকজনদেরও তাড়া মারলেন জোরে হাঁটার।


কাজলের ভাবভঙ্গিতে স্পষ্ট তাড়া। ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে ক‍্যাপশনে লেখা হয়েছে ‘রাজধানী এক্সপ্রেস’। শুধু সূত্রটুকু ধরিয়ে দেওয়ার অপেক্ষা ছিল, বাকিটা নেটিজেনরাই সামলে নিলেন। কেউ লিখলেন, বিমল শেষ হয়েছে তাই দৌড়াচ্ছেন। কাজলের স্বামী অজ‍য় দেবগণ পানমশলার বিজ্ঞাপন করেন, সেটা টেনেই এই কটাক্ষ।

অনেকে আবার মনে করেছেন, নির্ঘাত বাথরুম যাওয়ার তাড়া ছিল কাজলের। ওইজন‍্যই এমন ছুট। তবে অনেকেই বললেন, কাজল একটু দ্রুত হাঁটেন বা কথা বলেন ঠিকই, তবে বলিউড তারকাদের মধ‍্যে তিনি অন‍্যতম যিনি কিনা কোনো রকম ভড়ং করেন না। তাঁর মনে যা, মুখেও তাই।

https://www.instagram.com/reel/CYOp9gRFzaf/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শেষবার ‘ত্রিভঙ্গা’ ছবিতে দেখা গিয়েছিল কাজলকে। এরপর কয়েকটি বায়োপিকের কাজ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতেও অভিনয় করবেন কাজল। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার হিরানি।

X