ধেয়ে আসছে কালবৈশাখী! ১০ জেলায় প্রবল বৃষ্টির কমলা সতর্কতা, এক নজরে পশ্চিমবঙ্গের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক : আবহাওয়ার (Weather Update) অবস্থা বোঝা বড়ই দায়! চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতেই একেবারে জ্বালা পোড়া গরম। তার পর ক’দিন ধরে এমন বিদঘুটে আবহাওয়া যে মাসটা বৈশাখ না আষাঢ়, তা বোঝা বড়ই মুশকিল। আগামী দিনকয়েকের পূর্বাভাসও বলছে, বর্ষার মতই (Rain in West Bengal) আবহাওয়া হতে চলেছে।

মৌসম ভবনের ইঙ্গিত, আগামী ২ সপ্তাহে প্রবল গরমের আশঙ্কা নেই। বাংলা কেন, গোটা দেশেই তাপপ্রবাহের (Heat Wave) তেমন ভয় কম। তাই বলে গরম আর মাথা তুলতে পারবে না, এমন নয়। পূর্বাভাস বলছে, মে-র দ্বিতীয়ার্ধে আবার বাড়বে গরমের দাপট। ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা। শুধু তাই নয়, রাজস্থান-দিল্লির চেয়েও বেশি তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বাংলায়!

এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৩%

Untitled design 52

কলকাতার আবহাওয়া : আবহাওয়া দফতর আজ শনিবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৭ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া : রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে পরেপ দিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।

আগামীকালের আবহাওয়া : ৩০ এপ্রিল বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা এবং ১ মে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার ও সোমবার ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা। অন্তত ৩ মে পর্যন্ত এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পরও সহসা ‘বৈশাখোচিত’ গরম পড়ার সম্ভাবনা কম। ১১-১২ মে পর্যন্ত বাংলায় তাপপ্রবাহের কোনও আশঙ্কা দেখছে না মৌসম ভবন।

Sudipto

সম্পর্কিত খবর