বাংলাহান্ট ডেস্কঃ অনেকেই মনে করেন, কলকাতার (kolkata) নামটি কালিক্ষেত্র এর বিকৃত উচ্চারণ থেকে উদ্ভূত। ঐতিহাসিক মতে শহর কলকাতার থেকে অনেক প্রাচীন মা কালীর ( goddess kali) এই মন্দির। জনপ্রিয় এই মন্দিরটি কয়েকশত বছর ধরে ভক্তদের উপাসনাস্থল, করোনা আবহে ৮০ দিনের বেশী সময় বন্ধ থাকার পর শেষপর্যন্ত কালীঘাট মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখনো চূড়ান্ত না হলেও জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই খুলে যাবে মায়ের মন্দির। আপাতত তিনিটি দ্বার দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারবে, কালীঘাট থানা লাগোয়া গেট নম্বর ২, এবং পুন্য পুকুর লাগোয়া গেট নম্বর ৩ ও ৪। নিয়ন্ত্রণ করা হবে ভক্ত সংখ্যা। প্রথমে থার্মাল স্ক্রিনিং ও পরে স্যানিটাইজার টানেলের মধ্য দিয়ে যেতে হবে ভক্তদের। পাশাপাশি পুজোর ক্ষেত্রেও নিয়ম কঠোর হবে বলেই জানা যাচ্ছে।
এর আগে, লকডাউনে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী শনিবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দক্ষিনেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির।মন্দির কমিটি জানিয়েছে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরে প্রবেশ করতে গেলে প্রত্যেককে বাধ্যতামূলক ভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে।
মন্দির চত্বরে এক সাথে বেশি লোক প্রবেশ করতে দেওয়া হবে না। পুজোর লাইনে বাধ্যতামূলক ভাবে মানতে হবে ৬ ফুট দূরত্ব। পাশাপাশি, পুজোর জন্য মিষ্টি আনা গেলেও আনা যাবে না কোনো ফুল। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর চিহ্ন দেওয়া রয়েছে, দর্শনার্থীদের সেই চিহ্ন মেনেই দাঁড়াতে হবে।