বুক ধড়ফড় করে! বিচারককে আজ সব মনের কথা বলে দিলেন কালীঘাটের কাকু

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে ইডির মামলায় আদালতে হাজির হলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku)। আদালতের নির্দেশের পরই সোমবার বিচার ভবনে ভার্চুয়ালি হাজিরা দিলেন নিয়োগ দুর্নীতির সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhandra)। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়বাবু। সেখান থেকেই ভার্চুয়ালি হাজির হন তিনি।

এদিন আদালতে হাজির হয়েই সুজয়কৃষ্ণ জানান, তিনি আদালতে হাজিরা দিতে চান। লাল কম্বল গায়ে, মাথায় মাফলার জড়িয়ে হাসপাতালের বেডে শুয়েই হাজিরা দেন তিনি। বিচারককে নিজের শারীরিক অবস্থার কথা জানান। বলেন তার বুক ধড়ফড় করে। পা কাঁপে। সুজয়কৃষ্ণ জানান পায়ে অস্ত্রোপচারের পর থেকেই আগের মতো ঠিক ভাবে আর হাঁটাচলা করতে পারেন না তিনি। এছাড়া মাঝে ডায়েরিয়া হয়েছিল বলেও আদালতে জানান তিনি।

সুজয়কৃষ্ণ আরও বলেন, হাসপাতালে শুয়ে শুয়ে পিঠে ব্যথা হয়ে গিয়েছে তার। এদিন নিম্ন আদালতের বিচারক সুজয়কৃষ্ণকে বলেন, ইডির মামলায় চার্জ গঠনের দিন যে কোনও শর্তে তাকে আদালতে হাজির হতে হবে। সুজয়কৃষ্ণও বলেন, তিনি নিজেই চার্জ গঠনের দিন আদালতে উপস্থিত থাকবেন। অনির্দিষ্ট কালের জন্য শুয়ে থাকার যে তারও ইচ্ছা নেই সেকথা জানান তিনি।

যদিও পরে সুজয়কৃষ্ণ জিজ্ঞেস করেন, ভার্চুয়ালি হাজির হলে হবে কি না। উত্তরে বিচারক বলেন, চার্জ গঠনের সময়ে এক দিন সশরীরেই তাকে আদালতে হাজির হতে হবে। ভার্চুয়াল হাজিরার বিষয়টি পরে বিবেচনা করে দেখা হবে। যাতে চার্জ গঠনের সময় সুজয়কৃষ্ণ আদালতে উপস্থিত হতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বিচার ভবন।

Kalighater Kaku Sujay Krishna Bhadra

আরও পড়ুন: রাজ্যবাসীর জন্য সুখবর! অর্ধেক দামে মিলবে ওষুধ! বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

জেল হাসপাতাল তরফে আদালতে জানানো হয়েছে, সুজয়কৃষ্ণ বর্তমানে আগের থেকে সুস্থ রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার উপর প্রতিনিয়ত নজর রাখার জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। উল্লেখ্য, সিবিআইয়ের মামলায় আগাম জামিনের আবেদন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। সোমবারই সেই আর্জি খারিজ করেছে উচ্চ আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর