তৃণমূল ছেড়ে কি এবার বিজেপিতে? দল ছাড়ার প্রশ্নে স্পষ্ট উত্তর, কি বললেন কল্যাণ?

Published on:

Published on:

Kalyan Banerjee has made it clear that he is not leaving the TMC party

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস ছাড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)? চিফ হুইপের পদ থেকে ইস্তফার পর এই প্রশ্ন ঘুরছিল রাজনৈতিক মহলে। বিরোধীরাও জল্পনা ছড়াচ্ছিলেন তাঁর দলত্যাগ নিয়ে। তবে সমস্ত ‘রটনা’র অবসান ঘটালেন শ্রীরামপুরের সাংসদ নিজেই। সম্প্রতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, “তৃণমূল ছাড়ার প্রশ্নই আসে না। মমতা ব্যানার্জিই আমার একমাত্র নেত্রী।”

চিফ হুইপ পদ ছাড়লেও দল ছাড়ছেন না কল্যাণ (Kalyan Banerjee)

এই সপ্তাহের শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদদের সঙ্গে কথা বলেন। সেখানে লোকসভায় সমন্বয় কম থাকার অভিযোগ তোলেন তিনি। এই মন্তব্যের পরই দলের মুখ্য সচেতক বা চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি নিজেই জানান, মমতা যখন সমন্বয়ের অভাব অনুভব করেছেন, তখন তিনি পদ ছেড়ে দিলেন।

এরপর ঠিক এখান থেকেই শুরু হয় রাজনৈতিক চর্চা। বিরোধীরা অভিযোগ তোলে, কল্যাণ (Kalyan Banerjee) হয়তো তৃণমূল ছাড়তে চলেছেন। এমনকি শুভেন্দু অধিকারীও মন্তব্য করেন, কল্যাণ ২০১১ সালের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাঁর অতীত রাজনৈতিক পরিচয় রয়েছে।

তৃণমূল ছাড়া অন্য কোন দল নয়, স্পষ্ট জবাব কল্যাণের (Kalyan Banerjee)

সম্প্রতি এই জল্পনার অবসান ঘটিয়ে কল্যাণ (Kalyan Banerjee) বলেন, “এইসব অবান্তর প্রশ্ন করবেন না। তৃণমূল ছাড়া কোনও প্রশ্নই আসে না। যদি কখনও দল থেকে তাড়িয়ে দেয় বা অপমান করে, তখন রাজনীতি ছেড়ে দেব, কিন্তু অন্য দলে যাব না।” তিনি আরও বলেন, “আমি কিন্তু ২০১১ সালের পর কোনও দলে থেকে এসে তৃণমূলে যোগ দিইনি। প্রথমদিন থেকেই দলের সঙ্গে আছি।” উল্লেখ্য, ২০০৯ সাল থেকে টানা চারবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ইতিমধ্যেই তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছে। চিফ হুইপ পদের দায়িত্ব এখন কাকলি ঘোষ দস্তিদারের হাতে। কল্যাণ বলেন, “আমি এখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়ছি। কাজে মন দিতে পারছি, ভাল আছি। দয়া করে আর খোঁচাবেন না।”

উল্লেখ্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সফর বহু লড়াইয়ের সাক্ষী। সিঙ্গুরের জমি মামলা থেকে শুরু করে ২০২১ এ দলত্যাগীদের রুখে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটল আস্থা প্রকাশ করে বলেন, “জীবনের শেষদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী।”

Kalyan Banerjee has made it clear that he is not leaving the TMC party

আরও পড়ুনঃ SIR-এর আগেই শুরু সংঘাত! রাজ্যের পাঠানো ৯ নামেই আপত্তি কমিশনের, ক্ষুব্ধ মমতা

চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেও দল ছাড়ার প্রশ্নই উড়িয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বরং তাঁর স্পষ্ট বার্তা, দল তাকে ত্যাগ করলে রাজনীতি ছাড়বেন, কিন্তু অন্য কোনও দলে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্যে কোনও চিড় নেই, এই বার্তা দিয়ে কার্যত সব জল্পনার ইতি টানলেন শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ।