বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেষ্টা করেও পারলেন না বাইচুং ভুটিয়া। বিপুল ব্যবধানে জিতে ভারতীয় ফুটবলের মসনদে বসার নিশ্চিত হয়ে গেল প্রাক্তন তারকা গোলরক্ষক এবং বর্তমানে বিজেপি কর্মী কল্যান চৌবের। অনেক দিন আগে থেকেই এই ব্যাপারের আঁচ পাওয়া গিয়েছিল। কেন্দ্রের সমর্থন থাকায় দেশের ৩৪ টি ফুটবল সংস্থার মধ্যে বেশিরভাগই কল্যাণকে সমর্থন দেবেন বলে আগে থেকেই জানা যাচ্ছিল। তাও একটা বিফল চেষ্টা করতে নেমে ছিলেন বাইচুং, যাতে তিনি প্রত্যাশামতোই ব্যর্থ হলেন।
ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে এআইএফএফ সভাপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন সকল ফুটবলপ্রেমীরা। প্রকাশিত সেই ফলাফলে দেখা গেছে যে দেশের ৩৪ টি ফুটবল সংস্থার মধ্যে করলেন নিজে পেয়েছেন ৩৩ টি সংস্থার ভোট। বায়তুল পেয়েছেন কেবল মাত্র একটি ভোট। যদিও প্রয়াত মোহনবাগান কর্তা অঞ্জন মিত্রের জামাই কল্যান চৌবে আরও একটি পরিচয় আছে যে তিনি দেশের প্রাক্তন ফুটবলার এর পাশাপাশি একজন বর্তমান রাজনীতিবিদ।
দেশের অনেক ফুটবলপ্রেমী অভিযোগ তুলছেন যে কেন্দ্রীয় সরকারে চেতলা আছে সেই দলের অংশ হওয়ার কারণে নির্বাচনের বেশ কিছুটা সুবিধা পেয়েছেন তিনি। যদিও সেই সব অভিযোগে কান দিচ্ছেন না প্রাক্তন গোলরক্ষক। আগে তিনি ইস্টবেঙ্গলের জার্সিতে ৬৭ টি ম্যাচ খেলেছেন। সবুজ মেরুন জার্সিতেও তাকে ২৭ বার মাঠে নামতে দেখা গেছে। এরপর গোয়ার সালগাওকার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ক্লাবের কিছুটা সময় কাটিয়েছেন কল্যাণ। বয়স্ক ময়দান প্রেমীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
নিজের খেলোয়াড়ি জীবনে দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক মানুষের মন জিতে ছিলেন তিনি। দুই মরশুম দেশের সেরা গোলকিপারের পুরস্কার নিজের নামে করে নিয়েছিলেন করলেন। ভারতীয় জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপ এবং সাফ গেমস জিতেছেন। খেলার থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে পুরোপুরি যুক্ত হন তিনি।
বিজেপির হয়ে তাকে ভোটে দাঁড়াতেও দেখা গেছে। তিন বছর আগে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা হেরেছিলেন তিনি। গতবছর মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়ে তৃণমূলের প্রতিপক্ষ সাধন পান্ডের কাছে হারতে হয়েছিল তাকে। তবে খেলার ময়দানে রাজনীতির ময়দানের মত ব্যর্থতা সঙ্গী হলো না তার। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজুর সমর্থন তাতেই অনেকটাই সুবিধা করে দিয়েছিল। তার হাত ধরে ভারতীয় ফুটবল কিভাবে একে সেই বিষয়েই আগ্রহী ফুটবলপ্রেমীরা।