পাঠান-টাইগারের দিন খতম, ‘দ‍্য কাশ্মীর ফাইলস’এর প্রশংসা করে খানদের ব‍্যঙ্গ কেআরকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বলিউডের তাবড় বড় বাজেটের ছবি যা পারেনি সেটা মাত্র তিন দিনেই করে দেখিয়ে দিয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। সেই সঙ্গে বলিউডের অধিকাংশের মুখ বন্ধ করে দিয়েছে দ‍্য কাশ্মীর ফাইলস। এবার ইন্ডাস্ট্রির খানদের তীব্র ব‍্যঙ্গ করেছেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান (Kamal R Khan)।

বরাবরই বলিউডের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় কেআরকে কে। হিন্দি ইন্ডাস্ট্রির বেশিরভাগ ছবিরই সমালোচনা করে টুইট করেন তিনি। বরং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তবে এবারেই দেখা গেল উলট পুরাণ। দ‍্য কাশ্মীর ফাইলস এর প্রশংসায় পঞ্চমুখ হলেন কেআরকে।


পরপর তিনটি টুইটে বাহবা দিয়েছেন তিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। প্রথমে তিনি লেখেন, ‘প্রথম সপ্তাহেই ২৫ কোটি টাকার বেশি ব‍্যবসা করেছে দ‍্য কাশ্মীর ফাইলস। এটা হিট বা সুপারহিট নয়, বরং ব্লকবাস্টার। এটা ‘উরি ২’ হয়ে গিয়েছে। বিবেক অগ্নিহোত্রী ও অনুপম খেরকে জানাই শুভেচ্ছা।’

পালটা পরিচালক তাঁকে ধন‍্যবাদ জানালে উৎসাহিত দ্বিতীয় টুইট করেন কেআরকে। তিনি বিবেককে উদ্দেশ‍্য করে লেখেন, ‘আমি ১০০ শতাংশ নিশ্চিত যে বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি হবে গোধরা ফাইলস। আর সেটাও নিশ্চয়ই আরেকটা ব্লকবাস্টার হবে।’

এরপরেই নিজস্ব ফর্মে ফেরেন কেআরকে। বলিউডের খানদের কটাক্ষ করে তিনি লেখেন, ‘যদি খানরা ব‍্যবসায় টিকে থাকতে চায় তাহলে তাদের উরি, কাশ্মীর ফাইলস, গোধরা ফাইলস এর মতো ছবি বানাতে হবে। পাঠান, টাইগারের মতো ছবি এখন আর চলবে না।’


শাহরুখ খান ও সলমন খানের আসন্ন ছবি নিয়ে সরাসরি যেভাবে কটাক্ষ শানিয়েছেন কেআরকে তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটনাগরিকদের একাংশ। অবশেষে একটা ভাল টুইট করলেন তিনি আর যোগ‍্য ছবির প্রশংসা করলেন, বক্তব‍্য নেটিজেনদের।

সম্পর্কিত খবর

X