বন্ধু ভারতকে ভ্যাকসিন সাহায্য আমেরিকার, প্রধানমন্ত্রী মোদীকে ফোনে প্রতিশ্রুতি কমলা হ্যারিসের

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) বিপদের দিনে আবারও পাশে দাঁড়ানোর বার্তা দিল আমেরিকা (america)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) ফোন করে ভ্যাকসিন (vaccine) দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তথা ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। গতকাল প্রায় ১০ মিনিট কথা হয় তাঁদের মধ্যে।

করোনা আবহে এর আগেও ভারতকে সাহায্য করেছে মার্কিন মুলুক। চিকিৎসা সরঞ্জমা থেকে শুরু করে আর্থিক সাহায্য, এবার ভ্যাকসিন দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিল আমেরিকা। শুধুমাত্র ভারত নয়, সেইসঙ্গে মেক্সিকো, গুয়াতেমালার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যানকেও ফোন করে টিকা দেওয়ার বিষয়ে জানিয়েছেন কমলা হ্যারিস। জুনের মধ্যেই গোটা বিশ্বে ৮০ মিলিয়ন ডোজ করোনা টিকা বন্টনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন, যার প্রথম ধাপে ২৫ মিলিয়ন টিকার ডোজ দেওয়া হবে বেশকিছু দেশকে।

বন্ধু দেশ আমেরিকার থেকে ভ্যাকসিনের সাহায্যের খবর পাওয়ার পর সেকথা নিজেই ট্যুইটে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটে লেখেন, ‘কিছুক্ষণ আগেই কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা হয়েছে। বিশ্বজুড়ে টিকা বন্টনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, যার মধ্যে আমাদেরকেও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিলেন তিনি। পাশাপাশি ভারত-মার্কিন টিকা সহযোগিতা আরও মজবুত করার প্রসঙ্গেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতকে সাহায্য করার জন্য মার্কিন সরকার, ব্যবসায়ী ও অনাবাসী ভারতীয়দের অনেক ধন্যবাদ জানাই’।

প্রসঙ্গত, আগামী ৪ ঠা জুলাই সুপার পাওয়ার আমেরিকার (america) স্বাধীনতা দিবস। আর সেই দিনের মধ্যেই দেশের অন্তত ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে করোনার একটি করে ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন জো বাইডেন। ৪ ঠা জুলাইয়ের আগে এই গোটা জুন মাসকে বাইডেন প্রশাসন নাম দিয়েছে ‘month of action’। সেইসঙ্গে আরও এক ঘোষণা করে বাইডেন প্রশাসন জানিয়েছে, করোনার ভ্যাকসিন নিলেই, প্রাপ্ত বয়স্কদের জন্য রয়েছে এক বোতল করে বিয়ার ফ্রি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর