বাংলা হান্ট ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী থেকে জননেত্রী হয়েছেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। টিভির পর্দায় অভিনয় করে মানুষের মন জয় করার পর রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা। এবার তাঁর বিরুদ্ধেই তোলাবাজির মতো গুরুতর অভিযোগ আনলেন স্থানীয় এক ব্যবসায়ী।
কামারহাটি পুরসভার ২৮ নং ওয়ার্ড নিবাসী অমিত কুমার সাহা নামের এক ব্যবসায়ী সম্প্রতি শ্রীতমার বিরুদ্ধে তোলাবাজির (Extortion) অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। নিজের বক্তব্যের প্রেক্ষিতে একটি ভিডিও-ও জমা দিয়েছেন অমিত। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
অমিত বলেন, ‘শ্রীতমা নানান সময়ে নানানভাবে আমার থেকে তোলা আদায় করার চেষ্টা করেছেন। উনি টাকাও নিয়েছেন। ওনার বাড়িতে গিয়ে ওনার মা-কে টাকা দেওয়ার ভিডিও রয়েছে আমার কাছে। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল আমায়। শেষ অবধি কোনও উপায় না পেয়ে আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি’।
আরও পড়ুনঃ এবার মৌসুমী বায়ুর ‘খেল’ দেখবে রাজ্য! উত্তর-দক্ষিণে ঝেঁপে বৃষ্টি, কতদিন চলবে? জানাল আবহাওয়া দফতর
স্থানীয় ব্যবসায়ী তোলা আদায়ের অভিযোগ আনলেও শ্রীতমা (Sritama Bhattacharjee) অবশ্য তা অস্বীকার করেছেন। তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) বলেন, ওই ব্যক্তি নিজেকে দলের কর্মী বলে দাবি করেন। সেই জন্য নির্বাচনের আগে দলের জন্য অর্থ সাহায্য চাওয়া হয়। ‘কার কাছে কই মনের কথা’র পুতুল বলেন, তিনি দলের সবার সামনেই ওই টাকা নিতে চেয়েছিলেন। তবে ওই ব্যক্তি দু’বারে টাকা দেন। এর মধ্যে একবার তাঁর বাড়িতে এসে টাকা দিয়েছেন বলে জানান শ্রীতমা।
কামারহাটির ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথায়, ‘কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটা সবাই জানে। ওনার অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমি প্রতিবাদ করায় এমন চক্রান্ত করছেন’। শ্রীতমা বলেন, বহুবার বাড়িতে টাকা নেবেন না বলা সত্ত্বেও ওই ব্যক্তি সেকথা শোনেননি। ‘এখন সবটা বুঝতে পারছি’, বলেন তিনি।