‘ওঁরা মামা-ভাগ্নিই জানতাম, ঢুকেই দরজা বন্ধ করে দিত’, অয়ন-শ্বেতাকে নিয়ে বিস্ফোরক প্রতিবেশীরা

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলকে (Ayan Shil) গ্রেফতারির পর এবার লাইমলাইটে রহস্যময়ী নারী। হুগলির প্রমোটার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty) এবার ইডির নজরে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার উল্টোদিকে জগন্নাথ নিকেতনে অয়ন-শ্বেতার একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানা গিয়েছে।

তবে আশ্চর্যের কথা অন্য জায়গায়। ইডি-র তরফে এই মহিলাকে অয়নের ঘনিষ্ঠ বান্ধবী বলা হলেও জগন্নাথ নিকেতনের আবাসিকরা অবশ্য অন্য কথা বলছেন। প্রতিবেশীদের বক্তব্য অয়ন শীল এবং শ্বেতা চক্রবর্তী সেই আবাসনে মামা-ভাগ্নির পরিচয়ে থাকতেন। সকলে তাদের মামা-ভাগ্নির পরিচয়েই চিনতেন।

সেই আবাসনেরই এক আবাসিক সংবাদমাধ্যমকে জানান, “এক বছর আগে এখানে এসেছিল অয়ন শীল। আমরা জানি ওরা সম্পর্কে মামা-ভাগ্নি। আমাদের কারোর সঙ্গেই তেমন একটা মেলামেশা করতেন না। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিত। শুনেছি ওদের এখানে একটি ফ্ল্যাট ছিল। তবে বছর খানেক অয়নকে দেখিনি। গত সপ্তাহে গাড়ি নিয়ে শ্বেতাকে আসতে দেখেছি।”

সূত্রের খবর, পেশায় মডেল শ্বেতা কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ারও। পূর্বেই ইডি দাবি করেছিল অয়নের ফ্ল্যাটে ও অফিসে তল্লাশি অভিযান চালিয়ে নারী যোগ উঠে পাওয়া গিয়েছে। এবার সেই ঘটনার তদন্ত করতে গিয়েই উঠে এসেছে এই শ্বেতা চক্রবর্তীর নাম। সূত্রের খবর, কামারহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন তিনি।

ed

জানা গিয়েছে, সল্টলেকে অয়নের অফিস থেকে উদ্ধার করা অ্যাকাউন্টের নথিতে এই শ্বেতা চক্রবর্তীর নাম রয়েছে। নৈহাটির বাসিন্দা এই শ্বেতা চক্রবর্তীর সঙ্গে ধৃত প্রোমোটার অয়ন শীলের বিপুল পরিমান লেনদেনের হদিশ মিলেছে। শ্বেতার গাড়ির নথিও নাকি অয়নের অফিস থেকে মিলেছে। অয়নের অ্যাকাউন্ট থেকে এই যুবতীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর