ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেই প্রস্তাবের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে না জানিয়ে নিজের কাছে গোপন রেখে দিয়েছিলেন। আর এই অভিযোগের ভিত্তিতে পাকিস্তানী ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তার পরে তাকে উদ্দেশ্য করে দাদা ক্যামরন আকমল বার্তা দিয়েছেন যে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্দুলকারদের দেখে শেখা উচিত ক্রিকেট খেলতে গেলে কেমন আচরণ করতে হয়।
দাদা হিসাবে উপদেশ দিয়ে কামরান আকমল উমর আকমলকে বলেছেন যে মাঠ এবং মাঠের বাইরে অনেক আচরণ শিখতে হয় ক্রিকেটারদের, সেটা এখনো তোমার শেখা বাকি রয়েছে। বিরাট কোহলির প্রসঙ্গ টেনে ক্যামেরান আকমল বলেছেন যে বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শেখা উচিত যখন শুরুর দিকে বিরাট কোহলি আইপিএল খেলতেন তখন এক আলাদা বিরাট কোহলি ছিলেন। কিন্তু দিনের পর দিন তিনি যখন জাতীয় দলের তারকা হয়ে উঠেছেন বিরাট কোহলির আচরণে অনেক পরিবর্তন দেখা গিয়েছে।
এছাড়াও কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ধোনির প্রসঙ্গ টেনে ক্যামরন বলেছেন ধোনিকে দেখে শেখা উচিত যে কেমন করে মাথা ঠাণ্ডা করে দলকে নেতৃত্ব দিতে হয়। এছাড়া শচীন টেন্ডুলকার তিনি দীর্ঘদিন ক্রিকেট খেলেলেও বরাবরই বিতর্ক থেকে দূরে থেকেছেন। এদের থেকে শেখা উচিত যে দীর্ঘদিন ক্রিকেট খেললেও কিভাবে বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যায়।